ভারতে বিপণি খোলার সময় ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা এ বছর অন্তত ২৫০০টি বুকিং-এর লক্ষ্য স্থির করেছিল। বুধবার গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডার তথ্যে দাবি, প্রাথমিক পরিসংখ্যান আশাপ্রদ। ৬০০টি গাড়ি বুকিং হয়েছে। প্রথম মাসে ৬৪টি বিক্রিও সারা। তবে সূত্রের দাবি, গাড়ি হস্তান্তরে দেরি হতে পারে তাদের। কারণ, এ দেশে সংস্থার বর্তমান পরিকাঠামো অনুযায়ী, চলতি বছরে সাকুল্যে ৫০০-৫৫০টি গাড়ি আনা যাবে। ফলে ২৫০০ দূর অস্ত্, প্রাথমিক বুকিং-এর কতটা কত দিনের মধ্যে জোগানো যাবে কিংবা এ বছরের মধ্যে আদৌ পাঠানো যাবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
এ দেশে জুলাই, অগস্টে দু’টি বিপণি খুলেছে টেসলা। সেপ্টেম্বর থেকে গাড়ি হস্তান্তর শুরু করেছে। একাংশের দাবি, গোড়াতেই নতুন বাজারে বিক্রি এবং বুকিং-এর এই সংখ্যা কম নয়। তবে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ফাডা সূত্র বলছে, এখন ভারতে প্রতি মাসে বিক্রীত চার চাকার ৫-৫.২ শতাংশ বৈদ্যুতিক। যার সিংহভাগ টাটা মোটরস, মহিন্দ্রা এবং এমজি মোটরসের দখলে। সংশ্লিষ্ট মহলের মতে, এই বাজারে গাড়ির দাম বড় বিষয়। এখন দেখার টেসলা কত দ্রুত তা দখল করে।
একাংশের মতে, টেসলার প্রথম মাসের বিক্রি সন্তোষজনক। ফাডার তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশে ১৫,৩০০-র বেশি বৈদ্যুতিক চার চাকার গাড়ি বিকিয়েছে। যা গত বছরের থেকে প্রায় ১৪৮% বেশি। তবে তাতে টেসলার স্থান নীচের দিকে। ভারতে মার্সিডিজ় বিক্রি হয়েছে ৯৭টি। বিশেষজ্ঞদের মতে, টেসলা গাড়ির গড় দাম প্রায় ৬০-৬২ লক্ষ টাকা। বিওয়াইডি, বিএমডব্লিউ, হুন্ডাই-এর বেশ কিছু মডেল ৩৫-৪৫ লক্ষ। অন্যান্য কিছু সুবিধাও এখানে পাওয়া যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)