ভূ-রাজনৈতিক অস্থিরতা, শুল্ক যুদ্ধের আশঙ্কা-সহ বিশ্ব বাজারের ডামাডোলে সোনার দাম উল্কার গতিতে এগোচ্ছে। প্রায় একই ভাবে পড়ছে টাকা। বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১২৫০ টাকা বেড়ে এই প্রথম ৮৫,০০০ টাকা হয়েছে। জিএসটি নিয়ে ৮৭,৫৫০ টাকা। আর ডলারের দাম বেড়েছে প্রায় ৩৬ পয়সা। পৌঁছেছে ৮৭.৪৩ টাকায়। দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে নতুন নজির।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, বিশ্ব অর্থনীতির নানা সমস্যার কারণে বিশ্ব বাজারে নিরাপদ লগ্নি হিসেবে সোনার কদর বাড়ছে। এ দিন এক আউন্সে হয় ২৮৬৫ ডলার। তিন দিনে বেড়েছে প্রায় ৬৬ ডলার। শক্তি বাড়াচ্ছে ডলারও। এই কারণে ভারতে চড়ছে সোনা।
অন্য দিকে, পণ্য আমদানির খরচ বাড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে টাকা। তবে এতে রফতানিতে বাড়তি মুনাফা হয়। কারণ, ডলার ভাঙিয়ে বেশি টাকা মেলে। তবে নিফা এক্সপোর্টসের ডিরেক্টর রাকেশ শাহ বলছেন, ‘‘সেই সুবিধা হয়তো থাকবে না। ভারতে টাকার দাম কমায় বিদেশি ক্রেতারা সেই অনুযায়ী পণ্যের দাম কমাতে চাপ দিচ্ছে। নতুন যে সব বরাত আসবে, তাতে দাম কমাতে হবে।’’
সোনার এমন লাফে দিশাহারা বহু গয়না ব্যবসায়ী। বিশেষত যাঁদের ক্রেতা সাধারণ মধ্যবিত্ত। বনগাঁর ব্যবসায়ী বিনয় সিংহ বলেন, “বিক্রি প্রায় ৭০% কমেছে। বিয়ের মাস, তবু ক্রেতা নেই। চিন্তায় আছি।’’ হুগলির পাণ্ডুয়ার ছোট ব্যবসায়ী গোপাল দে-র কথায়, “সব জিনিস অগ্নিমূল্য। তাতে মধ্যবিত্ত কোণঠাসা। এই দামে তাঁরা সোনা কিনবেন কী করে? বিয়ের মাস বলে অল্প বিকোচ্ছে।’’ বৌবাজারের গিনি এম্পোরিয়ামের ডিরেক্টর সমর দে-ও বলছেন, “বাজার ঠান্ডা!’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)