শীঘ্রই ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হবে বলে ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। দেশ জুড়ে এ নিয়ে বাড়তে থাকা প্রত্যাশার ছাপ পড়ল বুধবারের শেয়ার বাজারেও। প্রচুর তথ্যপ্রযুক্তি এবং আর্থিক সংস্থার শেয়ার বিক্রি হল। দেশীয় সংস্থাগুলি লগ্নি করল ঢেলে। সব মিলিয়ে দিনের শেষে সেনসেক্স ৫১৩.৪৫ পয়েন্ট লাফিয়ে পৌঁছে গেল ৮৫,১৮৬.৪৭ অঙ্কে। নিফ্টি ফের ছুঁল ২৬,০৫২.৬৫। তার উত্থান ১৪২.৬০।
বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘‘এ দিনের উত্থানের আরও কিছু কারণ আছে। বিহারের ভোটে এনডিএ-র জয়, জুলাই-সেপ্টেম্বরে সংস্থাগুলির মোটের উপর ভাল আর্থিক ফল, বাজারে ফান্ড-সহ দেশীয় সংস্থাগুলির লগ্নি এবং এতে বিপুল বেড়ে যাওয়া নগদের জোগান।’’ অবশ্য ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরওয়ালের মতে, ‘‘বাজার বেড়েছে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন হওয়ার আশায় ভর করেই। তার উপর বাণিজ্যমন্ত্রী বলেছেন, আমেরিকা ভারতের বড় বাণিজ্য সহযোগী হতে চলেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)