তেল, প্রাকৃতিক গ্যাস ও ম্যাঙ্গানিজ়ের পরে পশ্চিমবঙ্গের মাটির তলায় বিরল খনিজের ভান্ডার রয়েছে বলে জানাল কেন্দ্র।
আজ বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্যের করা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষেণ রেড্ডি জানিয়েছেন, এ রাজ্যের কালাপাথর-রঘুডিহ ব্লকে ৬.৭০ লক্ষ মিলিয়ন টন বিরল খনিজের ভান্ডার মজুত রয়েছে। শমীকের দাবি, এই ভান্ডারের আনুমানিক অর্থ মূল্য ১.৪০ লক্ষ কোটি টাকা।
কয়লা ও খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের বৈদ্যুতিন, পুনর্নবীকরণ শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রের চাহিদার কথা মাথায় রেখে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করার ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিরল খনিজ অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস (আরইই)-এর একটি বড় মাপের ভান্ডার পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গে। শমীকের অভিযোগ, মাটির তলায় মজুত থাকা ওই সম্পদকে ব্যবহার করে রাজ্যের আর্থিক ছবিটা সম্পূর্ণ ভাবে বদলে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কালাপাথর-রঘুডিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য কেন্দ্রকে পাঠায়নি রাজ্য। ফলে বন্ধ রয়েছে গোটা প্রক্রিয়াটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)