পশ্চিম এশিয়ার তেল রফতানিকারী দেশগুলি (ওপেক) উৎপাদন কমালেও বিশ্ব বাজারে অশোধিত তেলের জোগান অব্যাহত থাকবে বলেই বৃহস্পতিবার সিআইআইয়ের মঞ্চ থেকে সকলকে ভরসা দিলেন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। কারণ হিসেবে তুলে ধরলেন ইউরোপ, আমেরিকায় উৎপাদন বৃদ্ধিকে। জানালেন, আন্তর্জাতিক দামেও বহাল থাকবে স্থিতিশীলতা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বিশ্ব বাজারের দাম বেশ কিছু দিন ধরেই কম। ব্রেন্ট ক্রুডের ব্যারেল এখন ৭২.৩৫ ডলার। ডব্লিউটিআই ৬৮.৪৬ ডলার। এই প্রসঙ্গে এত কথা বলার পরেও দেশে তেলের দাম নিয়ে একটি শব্দও খরচ করেননি মন্ত্রী। মেলেনি সেগুলির খরচে সুরাহার কোনও আশ্বাস কিংবা ইঙ্গিত।
পেট্রল-ডিজ়েলের দাম না কমার কারণ হিসেবে অতীতে পুরী বলেছিলেন বিশ্ব বাজারে জোগানে তারতম্য হওয়ায় দামে ওঠাপড়ার কথা। সেই তারতম্য যে কমেছে, কার্যত তার ইঙ্গিত মন্ত্রীর কথায়। তিনি বলেন, ‘‘ব্রাজিল, গায়ানা, কানাডা, আমেরিকায় উত্তোলন বাড়ছে। ফলে আশা, বিশ্ব বাজারে তেলের দাম স্থিতিশীল থাকবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)