Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দেশের বাইরে পা রাখছে টাইটান আই

ভারতের বাইরে পা রাখার পরিকল্পনা করছে টাটা গোষ্ঠীর অন্যতম সংস্থা টাইটান আইপ্লাস। সম্প্রতি কলকাতায় সংস্থার শততম বিপণি উদ্বোধন-অনুষ্ঠানের শেষে এ কথা জানান টাইটান আইপ্লাসের প্রধান রনি তালাতি। তাঁর দাবি, প্রথমে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্যবসা শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:২২
Share: Save:

ভারতের বাইরে পা রাখার পরিকল্পনা করছে টাটা গোষ্ঠীর অন্যতম সংস্থা টাইটান আইপ্লাস। সম্প্রতি কলকাতায় সংস্থার শততম বিপণি উদ্বোধন-অনুষ্ঠানের শেষে এ কথা জানান টাইটান আইপ্লাসের প্রধান রনি তালাতি। তাঁর দাবি, প্রথমে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্যবসা শুরু হবে। কারণ, এ দু’টি বাজারের সঙ্গে ভারতের বাজারের মিল রয়েছে। এ ছাড়া, দেশে বড় শহরের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরেও ব্যবসা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন তালাতি। তাঁর দাবি, সংস্থার ৪০০টি বিপণির মধ্যে ১০০টি পূর্বাঞ্চলে রয়েছে। মোট ব্যবসার ২০% এই অঞ্চল থেকে আসে।

তালাতির দাবি, গত সাত বছর ধরে সংস্থার ব্যবসা ২৫% হারে বাড়ছে। এমনকী নেট দুনিয়ায় চশমা-সহ চোখের যত্নের বিভিন্ন জিনিসপত্রের বিক্রি বাড়লেও সংস্থার ব্যবসা মার খায়নি। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে অনলাইনেও পণ্য বিক্রি করার রাস্তায় হাঁটবে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

business news titan eye plus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE