Advertisement
০৪ মে ২০২৪

পুজোয় পর্যটক টানতে প্রস্তুতি

শুক্রবার থেকে তিন দিন ধরে নেতাজি ইন্ডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে পর্যটন মেলা। দেশের ২৮টি রাজ্য ও ১৩টি দেশ এই মেলায় স্টল দিয়েছে।

বাহার: ঘুরে দেখার ফাঁকে নিজস্বী। শুক্রবার, পর্যটন মেলায়। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

বাহার: ঘুরে দেখার ফাঁকে নিজস্বী। শুক্রবার, পর্যটন মেলায়। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০২:৩০
Share: Save:

হোম স্টে-তে যত্নে দিন কাটিয়ে কলকাতার পুজো দেখতে দেশ-বিদেশের পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে রাজ্য সরকার। শুক্রবার থেকে শুরু হওয়া পর্যটন মেলায় এসে এই কথাই জানালেন পর্যটন দফতরের প্রিন্সিপাল সচিব অত্রি ভট্টাচার্য।

শুক্রবার থেকে তিন দিন ধরে নেতাজি ইন্ডোর ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে পর্যটন মেলা। দেশের ২৮টি রাজ্য ও ১৩টি দেশ এই মেলায় স্টল দিয়েছে। অত্রিবাবু শুক্রবার পর্যটন মেলায় বলেন, ‘‘এ বার পুজোর ক’টা দিন ও বিসর্জনকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি চলছে। হোম স্টে-র উপরে জোর দেওয়া হচ্ছে। পুজোর সময়ে যাতে সেই হোম স্টেগুলিতে দেশ-বিদেশের পর্যটকেরা এসে থাকতে পারেন, তার ব্যবস্থা করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।’’

এ দিন পর্যটন মেলা উদ্বোধন করেন বাংলাদেশের পর্যটনমন্ত্রী এ কে এম সাহাজান। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মধ্যে সড়কপথ, জলপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা খুব ভাল। পর্যটকদের আকৃষ্ট করতে আমাদের একযোগে কাজ করতে হবে।’’ অনুষ্ঠানে উপস্থিত গোয়া পর্যটনের ডিরেক্টর মনিরুল ডিসুজাও বলেন, ‘‘সমুদ্রের পাশাপাশি গোয়ার সংস্কৃতিও প্রতি বছর দেশ-বিদেশের পর্যটকেদের টেনে আনে।’’ পুজোর আগে এমন পর্যটন মেলা দেখতে প্রথম দিন থেকেই ভিড় জমে যায় বেশ। ভ্রমণপ্রেমী মধ্যবিত্ত বাঙালি এক দিকে যেমন ভিড় করেছেন মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনামের প্যাকেজের খোঁজে, তেমনই উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের সুন্দরবনে থাকা এবং ঘোরার খবর জানতেও ছিল উৎসাহীদের ভিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourism Fair Tourist Travel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE