কলকাতা ছাড়া রাজ্যের অবশিষ্ট এলাকায় (ওয়েস্ট বেঙ্গল লাইসেন্সড এরিয়া) টেলিকম সংস্থাগুলির পরিষেবা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিয়ন্ত্রক ট্রাই। জানানো হয়েছে, ফোন কলের এই অঞ্চলে এগিয়ে রয়েছে ভারতী এয়ারটেল। তাদের ফোন কল সেট আপের (সংযোগ) হার ১০০%। অর্থাৎ সব সময়েই গন্তব্যে পৌঁছয় কল। মাঝপথে আটকে যায় না। তবে একটি কল সম্পূর্ণ করতে রিলায়্যান্স জিয়োর যেখানে ০.৬৪ সেকন্ড সময় লাগে, সেখানে এয়ারটেল নেয় ১.৯০ সেকন্ড। এর মানে, জিয়োর ফোনে কল করলে সংযোগ হয় দ্রুত। যদিও বেঙ্গল সার্কলে এয়ারটেলের কোনও কল ড্রপ হয় না বলেই দাবি করেছে ট্রাই। অর্থাৎ ফোনে কথা বলার মাঝে বিচ্ছিন্ন হয় না সংযোগ। সংশ্লিষ্ট মহলের মতে, দীর্ঘ দিন ধরে সব সংস্থার গ্রাহকই কল কাটার সমস্যায় তিতিবিরক্ত। ফলে কোনও সংযোগে তা একেবারেই না হওয়ার দাবি কিছুটা অবাক করার মতো।
অন্য দিকে, এই টেলিকম এলাকায় ডেটা পরিষেবার ক্ষেত্রে এগিয়ে রয়েছে জিয়ো। তাদের তথ্য ডাউনলোডের গতিবেগ প্রতি সেকন্ডে ২৪৫ এমবিপিএস। এয়ারটেলের ক্ষেত্রে সেই গতি মাত্র ১২০ এমবিপিএস। গত ১ থেকে ১৯ জুলাই আসানসোল-দুর্গাপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মোবাইল কল এবং ডেটার পরীক্ষা করে ট্রাই। তার ভিত্তিতেই এই ফলাফল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)