Advertisement
২৩ এপ্রিল ২০২৪
TRAI

নতুন নিয়মে চ্যানেল ও তাদের দাম ঘোষণার নির্দেশ

শুক্রবার নিয়ন্ত্রক জানাল, ১০ অগস্টের মধ্যে নতুন নিয়ম মেনে চ্যানেল ও তার দাম (আলাদা ও বোকে বা প্যাকেজ) ঘোষণার পাশাপাশি বাকি নির্দেশও কার্যকর করতে হবে তাদের। সব জানাতে হবে ওয়েবসাইটেও।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৬:০০
Share: Save:

পছন্দের চ্যানেল দেখার সুযোগ বাড়াতে গত বছর কেব্‌ল টিভি ও ডিটিএইচ পরিষেবায় নতুন নিয়ম ও মাসুল পদ্ধতি চালু হলেও গ্রাহক স্বার্থ পুরো সুরক্ষিত হয়নি বলে অভিযোগ ছিল। কোনও চ্যানেল আলাদা নিলে বাড়তি মাসুল নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বাধা দূর করে পছন্দের চ্যানেলকেই দেখার অগ্রাধিকারের পাশাপাশি পরিষেবার খরচ আরও কমাতে জানুয়ারিতে ট্রাই আইন সংশোধন করলেও, তা মানেনি চ্যানেল সংস্থাগুলি। শুক্রবার নিয়ন্ত্রক জানাল, ১০ অগস্টের মধ্যে নতুন নিয়ম মেনে চ্যানেল ও তার দাম (আলাদা ও বোকে বা প্যাকেজ) ঘোষণার পাশাপাশি বাকি নির্দেশও কার্যকর করতে হবে তাদের। সব জানাতে হবে ওয়েবসাইটেও।
নতুন নিয়মে মাসুল হার ঘোষণা-সহ আরও নানা বিধি বেঁধে মার্চে তা কার্যকর করতে বলেছিল ট্রাই। কিন্তু এর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যায় চ্যানেল সংস্থাগুলি। এ দিন ট্রাই জানিয়েছে, শুনানিতে ওই আইনে স্থগিতাদেশ বা অন্তর্বর্তী রায় দেয়নি আদালত। তাই গ্রাহকদের স্বার্থে দ্রুত সংশোধিত নিয়ম কার্যকর করতে হবে সংস্থাগুলিকে। কারণ, ইতিমধ্যেই কয়েকটি চ্যানেল সংস্থা বোকের দাম অগস্ট থেকে বাড়ানোর কথা জানিয়েছে, যা বিধির পরিপন্থী। অন্য সংস্থাগুলিও সেই পথে হাঁটতে পারে বলে শঙ্কা। তাই এ দিন ওই নির্দেশ দিয়েছে তারা। পাশাপাশি মাল্টি-সার্ভিস-আপারেট ও কেব্‌ল অপারেটরদের সঙ্গে চ্যানেল সংস্থাগুলির মাসুল ভাগের চুক্তিও চ্যানেল সংস্থাগুলি অনেক সময়ে ঠিক মতো মানছে না বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। সে সবও নিয়ম মেনে কার্যকর করতে নির্দেশ দিয়েছে ট্রাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TRAI DTH Service TV Channels
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE