Advertisement
E-Paper

ব্রিটিশ পর্যটনের নজরে হ্যারির বিয়ে

রাজকুমারের বিয়ে। আর তাকে ঘিরে সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন ব্রিটেনের ব্যবসায়ীরা। বিশেষত পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ। ইতিমধ্যেই সেই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০২:৩৯
পসরা: বিয়ে উপলক্ষে এসেছে এমনই নানা পণ্য। রয়টার্স

পসরা: বিয়ে উপলক্ষে এসেছে এমনই নানা পণ্য। রয়টার্স

রাজকুমারের বিয়ে। আর তাকে ঘিরে সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন ব্রিটেনের ব্যবসায়ীরা। বিশেষত পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ। ইতিমধ্যেই সেই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন তাঁরা।

আগামী ১৯ মে মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন রাজকুমার হ্যারি। সেই বিয়ে উপলক্ষে সারা দেশে ৫০ কোটি পাউন্ড (প্রায় ৪,৩০০ কোটি টাকা) ব্যবসা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। যার মধ্যে বেশিরভাগটাই আসার কথা পর্যটন শিল্পের হাত ধরে। ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে যা কিছুটা হলেও অর্থনীতিতে অক্সিজেন জোগাবে বলে মত বিশেষজ্ঞদের।

২০১১ সালে কেট মিড্‌লটনের সঙ্গে বড় ভাই এবং দেশের যুবরাজ উইলিয়ামের বিয়ে উপলক্ষে ব্রিটেনে এসেছিলেন ৩,৫০,০০০ লক্ষ পর্যটক। এ বারও সেই একই ছবি দেখা যাবে বলে ধারণা তাঁদের। উপদেষ্টা সংস্থা ব্র্যান্ড ফিনান্সের পূর্বাভাস, শুধু পর্যটন, হোটেল পরিষেবা শিল্পেরই আয় দাঁড়াবে ২০ কোটি পাউন্ড। দেশ জুড়ে পার্টি ও উৎসবে খরচ হবে আরও ১৫ কোটি। আর চায়ের কাপ থেকে শুরু করে টি-শার্ট-সহ নানা ধরনের স্মারক পণ্যের ব্যবসা হবে ৫ কোটির।

আরও পড়ুন: পর্যটন লজে এ বার তিনতারা সাজ

শুধু বিক্রিই নয়। পর্যটনের গন্তব্য হিসেবে ব্রিটেনকে তুলে ধরতেও এই বিয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মত সংস্থার কর্তা ডেভিড হাইয়ের। বিভিন্ন দেশই পর্যটক টানতে বিজ্ঞাপন দেয়। শুধু এই বিয়েই ব্রিটেনের জন্য ১০ কোটি পাউন্ডের বিজ্ঞাপনের কাজ করবে বলে তাঁর ধারণা।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল তা কাটছে বলে মনে করছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত মানুষজন। বিশেষ করে ডলারের সাপেক্ষে পাউন্ডের দরে পতনের জেরে এখানে বেড়ানোর খরচও কমেছে। যা আদতে শিল্পের পালে হাওয়া দিচ্ছে। সে দেশের জাতীয় পর্যটন এজেন্সি ভিজিট-ব্রিটেনের মতে, ২০১৮ সালে প্রায় ৪.১৭ পর্যটন এখানে আসবেন। যার হাত ধরে তৈরি হবে ২৬,৯০০ কোটি পাউন্ডের ব্যবসা। যার অনেকটা জুড়ে থাকবে রাজকুমারের বিয়ে।

Royal Wedding Prince Harry Meghan Markle মেগান মর্কেল রাজকুমার হ্যারি UK Economy UK Tourism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy