টানা দু’মাস কমার পরে সেপ্টেম্বরে অল্প হলেও ফের বেকারত্বের হার মাথাচাড়া দিল দেশে। আজ কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত মাসে ১৫ বছর ও তার বেশি বয়সি নাগরিকদের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫.২%। অগস্টে তা ৫.১% ছিল। তথ্যে স্পষ্ট, মূলত মহিলাদের কর্মহীনতার প্রভাব পড়েছে পরিসংখ্যানে। উৎসবের মরসুমে যেখানে দেশ জুড়ে বাজারে জিনিসপত্রের চাহিদা এবং আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা ছিল, সেখানে বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে।
শহরে মহিলাদের বেকারত্বের হার অগস্টে ছিল ৮.৯%। সেপ্টেম্বরে তা পৌঁছে গিয়েছে ৯.৩ শতাংশে। গ্রামেও তা ৫.২% থেকে বেড়ে হয়েছে ৫.৫%। পুরুষদের বেকারত্বের হার শহর ও গ্রামাঞ্চলে যথাক্রমে ৬% এবং ৪.৭%। দুই ক্ষেত্রেই এক মাসে সামান্য বেড়েছে। সামগ্রিক ভাবে শহরে সেই হার ৬.৭% থেকে বেড়ে হয়েছে ৬.৮%। গ্রামাঞ্চলে ৪.৩% থেকে পৌঁছেছে ৪.৬ শতাংশে। কেন্দ্র জানিয়েছে, আলোচ্য সময়ে কর্মী-নাগরিক অনুপাত ছিল ৫২.৪%। যা গত মে মাসের পরে সর্বাধিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)