Advertisement
E-Paper

প্রযুক্তিকে কাজে লাগিয়ে চালু হবে অভিন্ন টোল নীতি, বাড়বে খরচ? কেন্দ্রীয় মন্ত্রীর কথায় তুঙ্গে জল্পনা

টোল নিয়ে আমজনতার অভিযোগের শেষ নেই। সেই সমস্যা দূর করতে আগামী দিনে চালু হবে অভিন্ন টোল নীতি, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭
Uniform toll policy will be launched very soon reveals Union Minister Nitin Gadkari

—প্রতীকী ছবি।

জাতীয় সড়কের টোলের ক্ষেত্রে বড় বদল আনছে নরেন্দ্র মোদী সরকার। সারা দেশে অভিন্ন টোল নীতি কার্যকর করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র। এর ফলে বাড়বে টোলের পরিমাণ? না কি সেখানেও ছাড় পাবে আমজনতা? ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।

সোমবার, ৩ ফেব্রুয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। সেখানে তিনি বলেন, ‘‘আমরা অভিন্ন টোল নীতি নিয়ে কাজ করছি। এতে যাত্রীদের বহু সমস্যার সমাধান হবে।’’ যদিও অভিন্ন টোল নীতি সংক্রান্ত আর কোনও তথ্য দেননি মোদী মন্ত্রিসভার এই বর্ষীয়ান সদস্য।

দেশের জাতীয় সড়কগুলির খারাপ অবস্থা নিয়ে অভিযোগ রয়েছে ভূরি ভূরি। এ ছাড়া চড়া টোল নিয়েও যাত্রীদের মধ্যে অভিযোগ রয়েছে। সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন। এর পরই জাতীয় টোল নীতি চালু করা নিয়ে মুখ খোলেন তিনি।

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-’২৪ আর্থিক বছরে ভারতে মোট টোল আদায়ের পরিমাণ বেড়ে ৬৪,৮০৯.৮৬ কোটি টাকায় পৌঁছয় ২০২২-’২৩ অর্থবর্ষের তুলনায় এটি ৩৫ শতাংশ বেশি। ২০১৯-’২০ আর্থিক বছরে সারা দেশের টোল আদায়ের পরিমাণ ছিল ২৭,৫০৩ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ১০ বছরে ভারতে টোলযুক্ত রাস্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু হাইওয়ের স্বাস্থ্য খারাপ হওয়ায় যাত্রী অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

নিতিন গডকড়ী জানিয়েছেন, টোল ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রাথমিক ভাবে প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জ়িএনএসএস) ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা তৈরি করছে কেন্দ্র।

Toll Tax Toll Tax in West Bengal Toll Tax Rate Nitin Gadkari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy