আগামী অর্থবর্ষে কেন্দ্রের মূলধনী খরচের খাতে ১১.২১ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার বড় অংশ ব্যয় হয় পরিকাঠামোয়। তবে চলতি অর্থবর্ষে যে এই খাতের লক্ষ্যমাত্রা সরকার ছুঁতে পারবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। ১১.১১ লক্ষ কোটি টাকা খরচের কথা বলা হলেও সেই খরচ ১০.১৮ লক্ষ কোটিতেই আটকে যাবে। প্রাথমিক লক্ষ্যের তুলনায় ৯৩,০০০ কোটি টাকা পিছনে। কেন্দ্রের বক্তব্য, লোকসভা নির্বাচনের জন্য প্রায় দু’মাস সরকারি খরচ থমকে ছিল। সেটাই লক্ষ্যমাত্রা ছুঁতে না পারার মূল কারণ। উল্লেখ্য, অতিমারির পরে পরিকাঠামোয় খরচ বাড়িয়ে আর্থিক কর্মকাণ্ডকে সচল করতে ও কর্মসংস্থান বাড়াতে ২০২০-২১ অর্থবর্ষ থেকে এই ব্যবস্থা শুরু করে কেন্দ্র। প্রত্যেক বছর বাড়ছিল বরাদ্দ। এর পাশাপাশি, এ বার বাজেটে শহরের পরিকাঠামোর উন্নয়নে নগরোন্নয়ন ও আবাসনে ৯৬,৭৭৭ কোটি বরাদ্দ করা হয়েছে। শিল্পের বক্তব্য, এর ফলে সিমেন্ট, ইস্পাতের বাজার উৎসাহিত হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)