নতুন চালু হওয়া ইউনিফায়েড পেনশন প্রকল্পের (ইউপিএস) আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরা গ্র্যাচুইটি এবং মৃত্যুকালীন আর্থিক সুবিধা পাবেন। এনপিএস-এ এই সুবিধাগুলি পাওয়া যায়। বুধবার কেন্দ্রের কর্মিবর্গ ও পেনশন বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছেন। ৩০ জুন ইউপিএস-এ যোগ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সচিব মনোজ সাউ বলেন, ‘‘কেন্দ্র ইউপিএস চালু করলেও তাতে এখনও তেমন সাড়া মেলেনি। এ পর্যন্ত এনপিএস-এর হাজার দশেক সদস্য সেখানে যোগ দিয়েছেন। নতুন পেনশন প্রকল্পে সদস্য টানার উদ্দেশ্যেই নতুন এই ঘোষণা বলে আমাদের ধারণা।’’ এনপিএস-এ প্রথমে গ্র্যাচুইটি এবং মৃত্যুকালীন সুবিধা তুলে দেওয়া হয়েছিল দাবি করে মনোজ বলেন, ‘‘পরে আন্দোলনের চাপে সেগুলি চালু করা হয়। ইউপিএস-এ এই সব সুবিধা থাকবে কি না, তা নিয়ে আগে কিছু বলা হয়নি। ফলে সংশয় তৈরি হয়েছিল। সে কারণেই ব্যাখ্যা দিলেন মন্ত্রী।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)