কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএস-৯৫) আওতায় এখন ন্যূনতম মাসিক পেনশনের অঙ্ক ১০০০ টাকা। এই অঙ্ক বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন গ্রাহকেরা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় তা পূরণের আশ্বাস দিয়েছেন বলে দাবি করল পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি।
সম্প্রতি দু’পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। শনিবার এক বিবৃতিতে সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, ন্যূনতম পেনশন বৃদ্ধি, গ্রাহকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা, বর্ধিত পেনশন সংক্রান্ত আবেদনের ভুলগুলির মীমাংসা-সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে মন্ত্রীর সঙ্গে। তাঁদের এই সমস্ত দাবি সম্পর্কে মন্ত্রী সহানুভূতিশীল। অতীতে একাধিক বার কেন্দ্রের আশ্বাসের পরেও বাজেটে এই সংক্রান্ত কোনও ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। এই প্রেক্ষিতেই মন্ত্রীর সঙ্গে দেখা করেন কমিটির সদস্যেরা। পরে তাঁরা জানান, মাণ্ডবীয় জানিয়েছেন, বাজেটে বিষয়টির উল্লেখ না থাকলেও কেন্দ্র এই দাবিকে মান্যতা দেয় এবং তা পূরণে বদ্ধপরিকর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)