—প্রতীকী চিত্র।
রাজ্য সরকারের প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে কেন্দ্রের আগ্রহ থাকার ইঙ্গিত দিলেন জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এ দিন কলকাতায় অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের (ইনল্যান্ড ওয়াটার ওয়েজ় ডেভলপমেন্ট কাউন্সিল বা আইডব্লিউডিসি) বৈঠকে সভাপতিত্ব করতে এসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাজপুর বন্দর নিয়ে কেন্দ্রের আগ্রহ ছিল। কিন্তু, ওই বন্দর নিয়ে রাজ্য সরকার কিছুই জানায়নি। ফলে তার ভবিষ্যৎ কী আমাদের জানা নেই।’’ পরে তাঁর কাছে তাজপুরের ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আবার জানতে চাওয়া হলে, তখনও তিনি কেন্দ্রের আগ্রহ থাকার বিষয়টি স্বীকার করেন।
প্রায় ১০০০টি দূষণহীন জলযান তৈরির জন্য এ দিন ‘হরিৎ নৌকা’ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেন সোনোয়াল। বলেন, দেশে ১১১টি জলপথের সম্ভাবনা খতিয়ে দেখে ২৬টির বিকাশ ছাড়াও ৮টিতে নৌ পরিবহণের ক্ষমতা বাড়ানো হবে। মোদী সরকারের সাফল্যের খতিয়ান দিয়ে জানান, এক দশক আগে কলকাতা বন্দর বছরে ৭০ কোটি টাকা ক্ষতিতে চলত, এখন ৫৫০ কোটি মুনাফা করছে। পশ্চিমবঙ্গে পরিকাঠামোর বিকাশে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলেও জানান মন্ত্রী। বৈঠকে রাজ্যের তরফে ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। উপস্থিত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এখানে ২০টি কমিউনিটি জেটি তৈরি করে রাজ্যের হাতে তুলে দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy