এক দিকে শেয়ার বাজার, অন্য দিকে টাকার দাম। ভূ-রাজনৈতিক দোলাচলে পতন থামানো যাচ্ছে না কোনওটিরই। বুধবার সেনসেক্স টানা তিন দিন নেমে ৮২,০০০-এর নীচে থেমেছে। আর ডলারের সাপেক্ষে আরও তলিয়ে গিয়েছে টাকা। প্রতি ডলার এক ধাক্কায় ৬৮ পয়সা বেড়ে এই প্রথম থেমেছে ৯১ টাকার উপরে (৯১.৬৫ টাকা)। জানুয়ারিতে এখনও পর্যন্ত টাকার দাম কমেছে ১.৫%। এর আগে গত ১৬ ডিসেম্বর লেনদেন চলাকালীন ৯১.১৪ টাকা ছুঁয়েছিল ডলার। সেই নজির ভেঙে এ দিন এক সময়ে তা ৭৭ পয়সা বেড়ে হয় ৯১.৭৪ টাকা।
এ দিন সেনসেক্স ২৭০.৮৪ পয়েন্ট হারিয়ে থেমেছে ৮১,৯০৯.৬৩ অঙ্কে। নিফ্টি থিতু হয়েছে ২৫,১৫৭.৫০-এ। দিনের মাঝে সেনসেক্স ১০৫৬.০২ নেমেছিল। লগ্নিকারীদের কম দামে শেয়ার কেনার হিড়িক তাকে কিছুটা টেনে তোলে। কোটাক মহিন্দ্রা এএমসি-র অন্যতম কর্তা অভিষেক বিসেনের মতো বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো দেশের বাজারে সবচেয়ে বড় সমস্যা বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার। তারা শেয়ার ধরে রাখতে সাহস পাচ্ছে না। মুদ্রা এবং শেয়ারকে অস্থির রাখছে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত না হওয়া, আমেরিকার ভেনেজ়ুয়েলায় সামরিক হামলা বা গ্রিনল্যান্ড হাতে নিতে ওয়াশিংটনের প্রস্তাবের মতো বিষয়। আপাতত দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে আমেরিকার প্রেসিডেন্ট কী বার্তা দেন, সে দিকেই নজর সকলের।
তবে এইচডিএফসি সিকিয়োরিটিজ়-এর গবেষক দিলীপ পারমার-এর মতে, টাকার পতন রুখতে রিজ়ার্ভ ব্যাঙ্কের হাতে যথেষ্ট ডলার আছে। পতনের হার এত বেশি যে ফল মিলতে সময় লাগছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)