দেশের একাধিক শহরের জন্য চালকহীন মেট্রোর রেক তৈরি করে আগেই ভরসা অর্জন করেছিল টিটাগড় রেল সিস্টেমের (টিআরএসএল) উত্তরপাড়ার কারখানা। এ বার রোবট নির্ভর প্রযুক্তি ব্যবহার করে সেখানে তৈরি হবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন। সেপ্টেম্বরে ওই কোচের উৎপাদন শুরু হওয়ার কথা। সংস্থা জানিয়েছে, আগামী মার্চের মধ্যে ১৬ কোচের স্লিপার ট্রেনের প্রথম নমুনা রেক (প্রোটোটাইপ) তৈরির কাজ সম্পূর্ণ হবে। প্রথম দু’টি রেক তৈরির পরে প্রয়োজনীয় পরীক্ষা হলে দ্রুত পরেরগুলি তৈরিতে হাত দেওয়া হবে।
৩৫ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব-সহ বন্দে ভারতের ৮০টি স্লিপার ট্রেন সরবরাহ করবে টিআরএসএল। যার মূল্য প্রায় ২৪,০০০ কোটি টাকা। আধুনিক প্রযুক্তির ওই ট্রেনের মোটর সরবরাহ করবে রাঁচীর ভারত হেভি ইলেকট্রিক্যালস। ট্রেন তৈরির সময় কমাতে ও উৎপাদন প্রক্রিয়া নিখুঁত করতে রোবট ব্যবহার করবে সংস্থা। চিন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার রোবট একাধিক গুরুত্বপূর্ণ ওয়েল্ডিং করবে। প্রায় ৩০% কাজ এ ভাবে হবে।
উত্তরপাড়ায় তৈরি হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের নকশায় অভিনবত্ব থাকবে বলে দাবি সংস্থার শীর্ষ কর্তাদের। এই কোচ তৈরির জন্য প্রায় ১০০০ কোটি টাকায় কারখানায় নতুন পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে জানান টিটাগড় রেলের ডেপুটি এমডি প্রীতিশ চৌধুরী। এখানে আমদাবাদ, পুণে, সুরাত, মুম্বই, বেঙ্গালুরু মেট্রোর রেক তৈরি হয়েছে। ট্রেনের অন্যান্য যন্ত্রাংশ ও প্রযুক্তি ব্যবস্থাও তৈরি হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)