Advertisement
২৪ এপ্রিল ২০২৪

উড়ান বাড়াচ্ছে ভিস্তারা

কলকাতা থেকে উড়ান সংখ্যা বাড়াতে চায় ভিস্তারা। টাটার সঙ্গে হাত মিলিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তৈরি এই বিমানসংস্থা গত ১০ জুন কলকাতা থেকে প্রথম উড়ান চালু করে। সে দিন থেকেই কলকাতা-দিল্লির মধ্যে প্রতি দিন দু’টি করে উড়ান যাতায়াত করছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০১:১৭
Share: Save:

কলকাতা থেকে উড়ান সংখ্যা বাড়াতে চায় ভিস্তারা। টাটার সঙ্গে হাত মিলিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের তৈরি এই বিমানসংস্থা গত ১০ জুন কলকাতা থেকে প্রথম উড়ান চালু করে। সে দিন থেকেই কলকাতা-দিল্লির মধ্যে প্রতি দিন দু’টি করে উড়ান যাতায়াত করছে।

সম্প্রতি ভিস্তারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে কলকাতা থেকে দিল্লির তৃতীয় উড়ান চালু হচ্ছে ও সেটি পোর্টব্লেয়ারও যাবে। শুক্রবার নবান্নে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে দেখা করেন ভিস্তারার সিইও ফি টেক। পরে সেখানে ফি টেক জানান, আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা থেকে গুয়াহাটি-বেঙ্গালুরু সহ মোট ৭টি উড়ান চালু করতে চলেছে ভিস্তারা। সেপ্টেম্বর মাসে যে দু’টি নতুন বিমান তাঁদের হাতে আসছে, সেই দু’টি বিমান তাঁরা রাতে কলকাতায় পার্ক করে রাখবেন। এই মূহূর্তে দেশের ১৮টি শহর থেকে বিমান চালাচ্ছে ভিস্তারা। আপাতত সংস্থার হাতে ১২টি বিমান রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vistara airline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE