ভারতে আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ভিভোর জেড সিরিজের নয়া ফোন ভিভো জেড১এক্স। ইতিমধ্যেই ভিভো কোম্পানির পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, যাতে দেখা গিয়েছে এই ফোনে ডিসপ্লের নিচে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ছাড়াও থাকছে ওয়াটার ড্রপ নচ স্ক্রিন। ফটোগ্রাফির জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা।
সম্প্রতি কোম্পানির তরফে জানানো হয়েছে শীঘ্রই ফ্লিপকার্টে ভিভো জেড১এক্স এক্সক্লুসিভ পাওয়া যাবে। যে সকল গ্রাহক ফোনের পারফরম্যান্সে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাঁদের কথা মাথায় রেখেই কোম্পানির তরফ থেকে এই ফোন তৈরি করা হয়েছে। ব্লু এবং পার্পল এই দুটি কালার গ্রেডিয়েন্টে পাওয়া যাবে ভিভো জেড সিরিজের এই ফোনটি। দাম ভারতীয় মুদ্রায় ১৪ হাজার ৯৯০ টাকা।
এক নজরে দেখে নেওয়া যাক ভিভো জেড১এক্স ফোনের ফিচারগুলি কী কী...