Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ত্রাণ না-পেলে বন্ধ হবে ভোডাফোন

কুমার অবশ্য আশাবাদী, শুধু টেলিকম নয়, গোটা শিল্পকেই আর্থিক সুবিধা দেবে কেন্দ্র। যাতে ছ’বছরের তলানি ছোঁয়া ৪.৫% বৃদ্ধি মাথা তোলে। বলেন, ‘‘ওরা (কেন্দ্র) বুঝেছে এই ক্ষেত্র (টেলিকম) খুবই সঙ্কটাপন্ন।”

কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান)

কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান)

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৪১
Share: Save:

ঘাড়ে চেপে ১.১৭ লক্ষ কোটি টাকার ঋণ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লাইসেন্স ও স্পেকট্রাম ফি বাবদ প্রায় ৫৩,০৩৮ কোটি দিতে হবে শুধু কেন্দ্রকেই। এই পরিস্থিতিতে শুক্রবার ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার দাবি, এই বিপুল দায় মেটানোর ক্ষেত্রে কেন্দ্র ত্রাণ না-দিলে, বন্ধ করতে হবে সংস্থা। যা শুনে আঁতকে উঠেছেন ভোডাফোনের গ্রাহকেরা। প্রশ্ন উঠেছে, বাজারে ছড়ানো জল্পনা সত্যি করে শেষে কী তা হলে সত্যিই ঝাঁপ পড়তে চলেছে এই সংস্থার? বিশেষত টেলিকম শিল্প বারবার ত্রাণের দাবি জানানো সত্ত্বেও যেহেতু সেই প্রসঙ্গে এখনও একটা শব্দ খরচ করেনি সরকারি শিবিরের কেউ।

কুমার অবশ্য আশাবাদী, শুধু টেলিকম নয়, গোটা শিল্পকেই আর্থিক সুবিধা দেবে কেন্দ্র। যাতে ছ’বছরের তলানি ছোঁয়া ৪.৫% বৃদ্ধি মাথা তোলে। বলেন, ‘‘ওরা (কেন্দ্র) বুঝেছে এই ক্ষেত্র (টেলিকম) খুবই সঙ্কটাপন্ন। অথচ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের ভার এর উপরে।’’ সুপ্রিম কোর্ট সব টেলিকম সংস্থাকে বকেয়া (মোট ১.৪৭ লক্ষ কোটি) মেটানোর নির্দেশ দেওয়ার পরে ফিকি সিআইআইও কেন্দ্রের কাছে ত্রাণ চেয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ভোডাফোন বন্ধের ইঙ্গিত দিয়ে সরকারকে কার্যত পাল্টা চাপ দিলেন কুমার। তাঁর দাবি, অর্থনীতির ঝিমুনি কাটাতে শুধু কর্পোরেট কর ছাঁটাইয়ে হবে না। আরও কড়া দাওয়াই চাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vodafone Kumar Mangalam Birla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE