Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতে নতুন ইস্যুর তদারকিতে বিশ্ব জুড়ে ব্যাঙ্ক বাছল ভোডাফোন

ভারতের বাজারে প্রথম শেয়ার ছাড়ার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ব্রিটিশ টেলিকম বহুজাতিক ভোডাফোন। এ বার তারা বিশ্ব জুড়ে গোটা ব্যাপারটির তদারকির জন্য বাছাই করল বেশ কয়েকটি ব্যাঙ্ককে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই তালিকায় রয়েছে: ব্যাঙ্ক অব আমেরিকা মেরিল লিঞ্চ, কোটাক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ইউবিএস।

সংবাদ সংস্থা
সিঙ্গাপুর শেষ আপডেট: ০১ মে ২০১৬ ০৪:০৮
Share: Save:

ভারতের বাজারে প্রথম শেয়ার ছাড়ার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ব্রিটিশ টেলিকম বহুজাতিক ভোডাফোন। এ বার তারা বিশ্ব জুড়ে গোটা ব্যাপারটির তদারকির জন্য বাছাই করল বেশ কয়েকটি ব্যাঙ্ককে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই তালিকায় রয়েছে: ব্যাঙ্ক অব আমেরিকা মেরিল লিঞ্চ, কোটাক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ইউবিএস।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই ভারতের শেয়ার বাজারে নথিভুক্তির পরিকল্পনা করছে ভোডাফোন। সব কিছু ঠিকঠাক চললে তাদের নতুন ইস্যু বাজারে আসার কথা ২০১৭ সালের গোড়ার দিকে। শেয়ার বাজার সূত্রের ইঙ্গিত, এই ইস্যু খাতে ২৫০ কোটি ডলারের মতো (প্রায় ১৭ হাজার কোটি টাকা) বাজার থেকে তুলতে পারে ভোডাফোন। সে ক্ষেত্রে ২০১০ সালে রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়ার পরে এটিই হবে ভারতে সব থেকে বড় আকারের ইস্যু। উল্লেখ্য, কোল ইন্ডিয়ার সংগ্রহের পরিমাণ ছিল ১৫,৫০০ কোটি টাকার মতো।

ভারতে শেয়ার ছাড়া হলে বিশ্ব জুড়ে সমন্বয়ের দায়িত্বে থাকবে ওই সব ব্যাঙ্ক। ইস্যু খাতে যে-পরিমাণ টাকা আসবে, তা ভোডাফোন বাড়তি স্পেকট্রাম কিনতে ও ভারতে বাজার বাড়াতে লগ্নি করবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। ২০১১ সাল থেকেই ভারতে ইস্যু ছাড়া নিয়ে তারা চিন্তা-ভাবনা শুরু করেছে।

এই মুহূর্তে ভারতের মোবাইল পরিষেবা সংস্থাগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভোডাফোন, শীর্ষে ভারতী এয়ারটেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vodafone airtel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE