আমেরিকায় ফোক্সভাগেনের দূষণ কেলেঙ্কারিতে জড়িয়েছিল তাদের গোষ্ঠীভুক্ত অডি ব্র্যান্ডের গাড়িও। যেখানে দূষণ লুকোতে গাড়িতে বিশেষ সফটওয়্যার লাগিয়েছিল তারা। এর দায়ে এ বার সাসপেন্ড হতে চলেছেন অডির গবেষণা ও উন্নয়ন দফতরের প্রধান স্টেফান নির্শ। সংশ্লিষ্ট সূত্রে খবর, তদন্তের অঙ্গ হিসেবে তাঁকে এ সপ্তাহেই সাসপেন্ড করার কথা। দফতর ছাড়তে বলা হয়েছে আগেই। ওই সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে, ৩ লিটারের ডিজেল ইঞ্জিনে যে-সফটওয়্যার লাগিয়ে কারচুপি করা হয়েছে, তা জানতেন নির্শ। প্রসঙ্গত, দূষণ কাণ্ডে এর আগে পদত্যাগ করতে হয় ফোক্সভাগেন গোষ্ঠীর শীর্ষ কর্তাকেও।