কর্পোরেট বৈঠক, সম্মেলন, সভা, প্রদর্শনীর মতো অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলা বহু রাজ্যকে পিছনে ফেলেছে বলেই দাবি সরকারের। গত এপ্রিল-অক্টোবরে এই ক্ষেত্র থেকে ২০০ কোটি টাকার বেশি আয় হয়েছে বলে জানান রাজ্যের পর্যটন তথা স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। বণিকসভা সিআইআই-এর ‘ট্রাভেল ইস্ট’ সম্মেলনে সম্প্রতি তাঁর দাবি, সাত মাসে এই ধরনের ১২০০টি অনুষ্ঠান হয়েছে। যাতে ১১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। সেখান থেকেই রাজস্ব বাবদ রাজ্যের এই আয়।
নন্দিনীর বক্তব্য, কলকাতার থেকে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। কিন্তু তার পরেও যে ভাবে এখানে এ ধরনের কর্পোরেট অনুষ্ঠান হচ্ছে, তা প্রশংসনীয়। বিদেশি পর্যটকদের গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গ তুলে ধরে সচিব জানান, কর্পোরেটের অনুষ্ঠান ছাড়াও বাংলায় ঐতিহাসিক স্থান, খাবারের আকর্ষণও এখানে টেনে আনছে দেশি-বিদেশি পর্যটকদের। শহরের হোটেলগুলিতে পরের মার্চ পর্যন্ত ১০০% বুকিং রয়েছে। ফলে আরও হোটেল দরকার।
রাজ্যে হোম স্টে ক্ষেত্রও তিন বছরে বড় সাফল্য পেয়েছে, জানান পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন পর্ষদের এমডি অভিষেক কুমার তিওয়ারি। এখানে
সরকারি খাতায় নথিভুক্ত ৫৪০০টিরও বেশি হোম স্টে। সিংহভাগই উত্তরবঙ্গে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আগে রয়েছে মাত্র একটি রাজ্য। তিওয়ারির দাবি, হোম স্টে ঘিরে যেমন পর্যটনের প্রসার হয়েছে, তেমনই সেখানকার সাধারণ মানুষের কাজের সুযোগও বেড়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)