Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিদেশি ঋণে প্রকল্প রাজ্যে

সাধারণত এক মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে ৪-৫ একর জমি লাগে। প্রথমে ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ পার্কের জন্য দাদনপাত্রবারে ১০০০ একর জমি চিহ্নিত হয়।

সৌর বিদ্যুৎ। 

সৌর বিদ্যুৎ। 

পিনাকী বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ০২:১০
Share: Save:

পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবারে ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদনের পার্ক গড়ার পরিকল্পনা করেছিল রাজ্য। কিন্তু কিছু জমি উপকূলবর্তী অঞ্চলের মধ্যে পড়ায় প্রথম ধাপে সেখানে ১২৫ মেগাওয়াটের প্রকল্প তৈরি করবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তবে সূত্রের খবর পার্ক নয়, বণ্টন সংস্থা নিজেদের উদ্যোগে সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্পূর্ণ একটি প্রকল্প গড়বে সেখানে। জানানো হয়েছে, এ জন্য মোট খরচের ৮০% ঋণ নেওয়া হবে জার্মানির কেএফডব্লিউ ব্যাঙ্ক থেকে। বাকি ২০% দেবে রাজ্য। বিদ্যুৎ কর্তাদের একাংশের দাবি, প্রকল্প গড়ে উঠলে, এটিই হবে রাজ্যের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প।

সাধারণত এক মেগাওয়াটের সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে ৪-৫ একর জমি লাগে। প্রথমে ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ পার্কের জন্য দাদনপাত্রবারে ১০০০ একর জমি চিহ্নিত হয়। সূত্রের খবর, এর কিছুটা উপকূলবর্তী নিয়ন্ত্রিত অঞ্চলে হওয়ায় প্রকল্প গড়ার ছাড়পত্র দেওয়ার আগে পরিবেশ দফতর সব দিক খতিয়ে দেখতে চাইছে। রাজ্যের এক বিদ্যুৎ কর্তার দাবি, দীর্ঘ দিন অপেক্ষার পরে, আপাতত তাই উপকূলের জমি বাদ দিয়েই ১২৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবেশ দফতরের অনুমোদন পেলে দ্বিতীয় ধাপে বাকি ৭৫ মেগাওয়াটের আরও একটি প্রকল্প গড়ার কথা ভাবা হবে।

সূত্রের দাবি, দাদনপাত্রবারে ১২৫ মেগাওয়াটের ওই প্রকল্প গড়তে খরচ হবে প্রায় ৭৫০ কোটি টাকা। এর ৬০০ কোটি টাকা কেএফডব্লিউ থেকে ঋণ নেওয়া হবে। বাকি ১৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছে। জার্মান ব্যাঙ্কের ঋণ পেতে প্রস্তাব গিয়েছে বিদেশ মন্ত্রকের কাছেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Energy Germany West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE