Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal Lockdown

এখনই খুলছে না চা বাগান 

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চা বাগান খোলার বিষয়ে রাজ্য একটু অপেক্ষা করতে চায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৫:১৭
Share: Save:

চা বাগান এখনই খোলা হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চা বাগান খোলার বিষয়ে রাজ্য একটু অপেক্ষা করতে চায়। তিনি বলেন, ‘‘কেন্দ্র চা বাগান খুলে দিতে বলেছে। কিন্তু বাগানের লোকেরা ভয় পাচ্ছেন। বিশেষত কালিম্পং ঘটনার পরে। ভূটান, নেপাল, বাংলাদেশ সীমান্ত রয়েছে। অসমের সীমানাও রয়েছে। আমরা একটু অপেক্ষা করব। বৃহত্তর স্বার্থে বাগান এখনই খুলব না আমরা।’’

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চা শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বায়ক জিয়াউল আলম বলেন, “আমাদের দাবি, চা শ্রমিকেরা যেন নিয়মিত মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও রেশন পান। বন্ধ বাগানের শ্রমিকেরাও যেন এই সুবিধা পান।” তবে প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মতে, বাগান খোলা জরুরি। ছোট চা চাষিদের সর্বভারতীয় সংগঠনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তীর কথায়, “লকডাউনের পরে বাগান খোলা যাবে কিনা সেই প্রশ্ন করছেন অনেকে। এখন না-খুললে চা গাছের অনেকটাই ছেঁটে ফেলতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Lockdown Tea Garden Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE