E-Paper

ডেউচাতে প্রাকৃতিক গ্যাসের খোঁজ, আশায় রাজ্য

বৃহস্পতিবার রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, সেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, এখন তা খতিয়ে দেখছে রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৪৭
কয়লা ভিত্তিক এই গ্যাস মোট খনিজ এলাকার ৩০% এলাকা থেকে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কয়লা ভিত্তিক এই গ্যাস মোট খনিজ এলাকার ৩০% এলাকা থেকে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। —প্রতীকী চিত্র।

বীরভূম জেলার মহম্মদবাজারের ডেউচা-পাঁচামিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা। বৃহস্পতিবার রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, সেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, এখন তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। কয়লা ভিত্তিক এই গ্যাস মোট খনিজ এলাকার ৩০% এলাকা থেকে পাওয়া যেতে পারে বলে মনে করছেন তাঁরা।

এ দিন বণিকসভা আইসিসি-র এক অনুষ্ঠানে শশী বলেন, ‘‘পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্রের সম্প্রসারণের কথা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে ভাবছে। সেই কারণেই নানা রকম দূষণহীন শক্তির ব্যবহার-সহ প্রাকৃতিক গ্যাসের উপরেও জোর দেওয়া হচ্ছে।’’ সংশ্লিষ্ট সূত্রের খবর, ডেউচার কয়লা ভিত্তিক এই প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক ভাবে ব্যবহারের উপযোগী কি না, বা তার চরিত্র কেমন, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে। সব মাপকাঠি পূরণ করে যথেষ্ট পরিমাণে উত্তোলন সম্ভব হলে, রাজ্যের দূষণহীন জ্বালানির ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ দিন শিল্পমন্ত্রী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব শক্তির ক্ষেত্রে সুযোগ অনেক। ১৯ হাজার মেগাওয়াট সৌর শক্তি, ২৩ হাজার মেগাওয়াট বায়ু শক্তি এবং প্রায় ৩০০০ মেগাওয়াট জৈব শক্তি (বায়োমাস) উৎপাদনের ক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। সেই কারণেই ডেউচা পাঁচামিতে প্রাকৃতিক গ্যাস পাওয়া নিয়ে আশাবাদী রাজ্য। একই সঙ্গে তিনি জানান, রাজ্যের ৩০টি বাঁধ এলাকায় ৩৫৬৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্প সম্পূর্ণ হয়ে গেলে রাজ্য সৌর বিদ্যুৎ ক্ষেত্রে একটি মাইলফলক ছোঁবে। শশীর মতে, যদি পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্র সম্পূর্ণ রূপে উৎপাদন শুরু করে, তা হলে বাংলায় বিদ্যুতের মাসুলও উল্লেখযোগ্য হারে কমতে পারে। সরকারি বাস এবং ফেরি চলাচলকে যাতে এ ভাবে দূষণহীন করা যায়, সেই লক্ষ্যে পরিবহণ দফতরের সঙ্গে টেরি গাঁটছড়া বেঁধেছে বলেও জানান তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Deucha Pachami Coal Mine Natural gas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy