Advertisement
E-Paper

মার্কিন সংস্থাকে কিনছে উইপ্রো

মার্কিন ক্লাউড পরিষেবা সংস্থা অ্যাপিরিও-কে হাতে নিচ্ছে ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। হাতবদল হবে নগদ প্রায় ৩,৩৪০ কোটি (৫০ কোটি ডলার) টাকায়। ডিসেম্বরের মধ্যেই লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০২:৪৭

মার্কিন ক্লাউড পরিষেবা সংস্থা অ্যাপিরিও-কে হাতে নিচ্ছে ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো। হাতবদল হবে নগদ প্রায় ৩,৩৪০ কোটি (৫০ কোটি ডলার) টাকায়। ডিসেম্বরের মধ্যেই লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা। ২০০৬ সালে তৈরি অ্যাপিরিও-র দফতর রয়েছে সান ফ্রান্সিসকো, জয়পুর, ডাবলিন, লন্ডন ও টোকিওতে। বিশ্ব জুড়ে কর্মী সংখ্যা ১,২৫০। গত ২০১৫ সালে তারা আয় করেছিল ১৯.৬০ কোটি ডলার (প্রায় ১,৩২৪ কোটি টাকা)। গ্রাহকদের তালিকায় কোকা-কোলা, ই-বে, ফেসবুক, স্ট্রাইকার, সোনি প্লে-স্টেশনের মতো সংস্থা। বৃহস্পতিবার উইপ্রো জানিয়েছে, এই অধিগ্রহণের পরে সংস্থার নিজের ক্লাউড অ্যাপ্লিকেশনগুলি অ্যাপিরিও-র ব্র্যান্ড ও কাঠামোয় মিশে যাবে।

Appirio Wipro US-based cloud service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy