Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইনফোসিস, স্পাইসজেটের পতন টেনে নামাল সূচককে

বড় মাপের পতন হল শেয়ার বাজারে। সোমবার সেনসেক্স পড়ে গেল ৩৩৮.৭০ পয়েন্ট। শেষে থামল ২৮,১১৯.৪০ অঙ্কে। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, বাজেটের আগে আরও বেশ কিছুটা পড়তে পারে বাজার। এ দিন সারা দিন ধরেই সূচক দুলেছে পেন্ডুলামের মতো। সেনসেক্স ওঠা-নামা করেছে ২৮,৪৯৪ থেকে ২৮,০৯৭ অঙ্কের মধ্যে। অর্থাৎ প্রায় ৪০০ পয়েন্ট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ০২:৫২
Share: Save:

বড় মাপের পতন হল শেয়ার বাজারে। সোমবার সেনসেক্স পড়ে গেল ৩৩৮.৭০ পয়েন্ট। শেষে থামল ২৮,১১৯.৪০ অঙ্কে। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, বাজেটের আগে আরও বেশ কিছুটা পড়তে পারে বাজার।

এ দিন সারা দিন ধরেই সূচক দুলেছে পেন্ডুলামের মতো। সেনসেক্স ওঠা-নামা করেছে ২৮,৪৯৪ থেকে ২৮,০৯৭ অঙ্কের মধ্যে। অর্থাৎ প্রায় ৪০০ পয়েন্ট।

বাজার বিশেষজ্ঞদের মতে, এ দিনের পতনের প্রধান কারণ, দেশের অগ্রণী তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের ৪ জন প্রতিষ্ঠাতা শেয়ারহোল্ডারের একযোগে নিজেদের শেয়ার বিক্রি করে দেওয়া। পিটিআইয়ের খবর, ৬৪৮৪ কোটি টাকা মূল্যের শেয়ার বেচেছেন। এতে এ দিন ইনফোসিসের শেয়ার দর এক ধাক্কায় নামে ৪.৮৮%। পাশাপাশি, স্পাইসজেটের শেয়ার পড়ে যায় ৪.৩৯%। এক সময়ে তা নেমে গিয়েছিল প্রায় ১৩%। সংস্থার অর্থসঙ্কট এবং উড়ান বাতিলের খবরে বিক্রির চাপে পড়ে যায় শেয়ার দর।

বাজারে আতঙ্ক ছড়ানোর জেরে টিসিএস, উইপ্রো-সহ আরও তথ্যপ্রযুক্তি সংস্থার দরও পড়ে যায়। বিরূপ প্রভাব পড়ে অন্য শেয়ারের দামেও। যার জেরে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, হিন্দালকোর মতো সংস্থার শেয়ার দরও ২ থেকে ৩.৫ শতাংশ পড়ে যায়। তবে শুধু ব্লু-চিপ সংস্থার শেয়ার দরই নয়, বাজার পড়েছে সার্বিক ভাবেই। কারণ, এ দিন ছোট ও মাঝারি মূলধনের সংস্থার শেয়ার দরও ভাল রকম পড়েছে।

ক্যলকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি এবং স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখ এ দিন বলেন, “বাজেটের আগে বাজার আরও ২ থেকে ৩% পড়লেও অবাক হব না।” তবে বাজেটের পরে ফের ওঠার ভাল সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য তার আগে জানুয়ারিতেই ঋণনীতির পর্যালোচনায় বসছে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে তারা সুদ কমায় কি না, এখন সে দিকেই নজর লগ্নিকারীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nifty sensex infosys spicejet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE