Advertisement
০৮ মে ২০২৪

ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, টাকা বাড়ল ৫০ পয়সা

টানা তিন দিনে ৯৮০ পয়েন্ট পড়ার পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল সেনসেক্স। এ দিন মুম্বই বাজারের এই সূচক প্রায় ৩৬৬ পয়েন্ট বেড়ে ফের ২৭ হাজার ছাড়িয়েছে। এ দিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ২৭,২৭৪.৭১ অঙ্কে। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩২.৫০ পয়েন্ট বেড়ে ছুঁয়েছে ৮২৩৪.৬০ পয়েন্ট। ডলারে ভারতীয় টাকাও ৫০ পয়সা বেড়েছে। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৩.৬৭ টাকা। এ দিন বিশ্ব বাজারের হাত ধরে কিছুটা পড়েছে সোনার দাম।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৫২
Share: Save:

টানা তিন দিনে ৯৮০ পয়েন্ট পড়ার পর বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল সেনসেক্স। এ দিন মুম্বই বাজারের এই সূচক প্রায় ৩৬৬ পয়েন্ট বেড়ে ফের ২৭ হাজার ছাড়িয়েছে। এ দিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স ছিল ২৭,২৭৪.৭১ অঙ্কে। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩২.৫০ পয়েন্ট বেড়ে ছুঁয়েছে ৮২৩৪.৬০ পয়েন্ট। ডলারে ভারতীয় টাকাও ৫০ পয়সা বেড়েছে। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৩.৬৭ টাকা। এ দিন বিশ্ব বাজারের হাত ধরে কিছুটা পড়েছে সোনার দাম।

এ দিন বাজার চাঙ্গা থাকায় যে-সব কারণ ইন্ধন জুগিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল

• পড়তি বাজারে শেয়ার কেনা।

• আমেরিকায় বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ার পরিসংখ্যান।

• মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের এখনই সুদ না-বাড়ানোর ইঙ্গিত।

ফেডারেল রিজার্ভ ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে, আর্থিক বৃদ্ধিতে উৎসাহ দিতে তারা এপ্রিলের আগে সুদ বাড়াচ্ছে না। এর ফলে ভারতে বিদেশি আর্থিক সংস্থার লগ্নি অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ দিন রফতানিকারী ও ব্যাঙ্কগুলির ডলার বিক্রির জেরেই বেড়েছে টাকার দাম। এর পাশাপাশি, বিদেশি আর্থিক সংস্থাগুলির তরফে চাহিদা বৃদ্ধিও টেনে তুলেছে টাকাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

share sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE