Advertisement
E-Paper

সেনসেক্স বাড়ল ৫২২

রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াইয়ে টানা বেড়ে চলেছে শেয়ার বাজার। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর পরে মাত্র গত ৫ দিনেই সেনসেক্স বেড়েছে ১,৩৫৯ পয়েন্ট। মঙ্গলবার সেনসেক্সের উত্থান হয়েছে ৫২২.৬৬ পয়েন্ট। এর সুবাদে সূচক ফের রেকর্ড সৃষ্টি করে দিনের শেষে থিতু হয় ২৮,৭৮৪.৬৭ অঙ্কে। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, ৩০ হাজারের ঘরে ঢুকতে এ বার সেনসেক্স আর বেশি সময় নেবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০২:৪৫

রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াইয়ে টানা বেড়ে চলেছে শেয়ার বাজার। শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর পরে মাত্র গত ৫ দিনেই সেনসেক্স বেড়েছে ১,৩৫৯ পয়েন্ট। মঙ্গলবার সেনসেক্সের উত্থান হয়েছে ৫২২.৬৬ পয়েন্ট। এর সুবাদে সূচক ফের রেকর্ড সৃষ্টি করে দিনের শেষে থিতু হয় ২৮,৭৮৪.৬৭ অঙ্কে। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, ৩০ হাজারের ঘরে ঢুকতে এ বার সেনসেক্স আর বেশি সময় নেবে না।

গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন দীর্ঘ ১৯ মাস বাদে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন। যা করা হয় ফেব্রুয়ারি মাসে ঋণনীতির পরবর্তী পর্যালোচনার আগেই। সুদ তেমন বেশি হারে কমানো না-হলেও এই পদক্ষেপ লগ্নিকারীদের মানসিক ভাবে চাঙ্গা করতে সফল হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিএনকে ক্যাপিটাল মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর অজিত খান্ডেলওয়াল বলেন, “বাজারে ‘সেন্টিমেন্ট’ বা আবেগের বড় ভূমিকা রয়েছে। সুদ কমানোর ওই পদক্ষেপ সেই সেন্টিমেন্টকেই বেশ ভাল রকম চাঙ্গা করতে সমর্থ হয়েছে। লগ্নিকারীদের মনে আশার সঞ্চার হয়েছে, এ বার দেশের অর্থনীতিতে গতি ফিরবে।”

এটা ঠিক যে, শুধু রিজার্ভ ব্যাঙ্কের ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানো দেশের অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারবে, এমনটা হতে পারে না। বৃদ্ধিতে গতি আনতে চাই পরিকাঠামোয় লগ্নি-সহ আরও কিছু পদক্ষেপ। তবে সকলেরই আশা, এ বার কেন্দ্রও উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু ব্যবস্থা নেবে।

বস্তুতপক্ষে এই মুহূর্তে দেশের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক। যেমন, দীর্ঘ দিন পরে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম নজিরবিহীন ভাবে কমে যাওয়ায় ভারতের আমদানি খাতে বিদেশি মুদ্রার খরচ উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে কমেছে বাণিজ্য ঘাটতিও। কেন্দ্রে স্থায়ী সরকার ক্ষমতায় আসায় আর্থিক সংস্কারের প্রস্তাবগুলি বাস্তবায়িত হওয়ার পথে বলে সকলেই আশা করছে। কেন্দ্রও রাজনৈতিক বাধা কাটাতে বিমা আইন সংশোধন ও কয়লা খনি নিলামে অর্ডিন্যান্স জারি করে আর্থিক সংস্কার রূপায়ণের ব্যাপারে দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছে, যা উৎসাহিত করেছে শেয়ার বাজারের লগ্নিকারীদের বিশেষ করে বিদেশি আর্থিক সংস্থাগুলিকে। বেশ কিছু দিন হাত গুটিয়ে থাকার পরে ওই সব বিদেশি লগ্নিকারী সংস্থা ফের ভারতের বাজারে বিনিয়োগ করতে শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী তারা গত সোমবারই ৪৩৩.৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে।

প্রধানত এই সব কারণেই শেয়ার বাজার ক্রমশ ‘বুল’-দের কবলে চলে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের ধারণা, স্বাভাবিক নিয়মে মাঝে মধ্যে শেয়ার দরে সংশোধনের জেরে সূচকের পতন হলেও, তার অভিমুখ উপরের দিকেই থাকবে। খান্ডেলওয়াল বলেন, “খুব শীঘ্রই সূচকে একটা সংশোধন আসবে বলে আমার ধারণা। তবে সেনসেক্সের ৩০ হাজারের ঘরে পৌঁছনো নিয়ে কোনও সংশয় নেই।”

repo rate nifty sensex share market reserve bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy