Advertisement
০১ মে ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

সাজানো ক্যানভাসে জীবনের বর্ণমালা

আশিস চট্টোপাধ্যায় একইসঙ্গে একজন আলোকচিত্রী ও চিত্রশিল্পী। কেবলমাত্র প্রাচ্য চেতনায় আবদ্ধ না থেকে তিনি তাঁর চিত্র-আঙ্গিককে প্রসারিত করেছেন আবিশ্ব উত্তরাধিকারকে আত্মস্থ করে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর চতুর্থ একক।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:০১
Share: Save:

আশিস চট্টোপাধ্যায় একইসঙ্গে একজন আলোকচিত্রী ও চিত্রশিল্পী। কেবলমাত্র প্রাচ্য চেতনায় আবদ্ধ না থেকে তিনি তাঁর চিত্র-আঙ্গিককে প্রসারিত করেছেন আবিশ্ব উত্তরাধিকারকে আত্মস্থ করে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর চতুর্থ একক। স্বাভাবিকতাবাদী আঙ্গিকে যেমন তিনি কাজ করেছেন, তেমনি স্বাভাবিকতাকে বিশ্লিষ্ট করেও গভীরে প্রবেশের চেষ্টা করেছেন। জীবনের আলো ও অন্ধকার, সফলতা ও সংকট নানা মাত্রায় ব্যঞ্জিত হয়েছে তাঁর রচনা।


প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ৪ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • গদাধর দাস ১৮ পর্যন্ত।

ইলিনা বণিক, পলাশ বর্মন, কৌশিক ঘোষ পরশু শেষ।

রেইনবো ২৫ মে পর্যন্ত।

রাজীব, গোপাল, অঞ্জনা প্রমুখ ১৮ মে পর্যন্ত।

তমালি দাস ১৮ মে পর্যন্ত।

চারুকলা মন্দির ১৮ মে পর্যন্ত।

রাজীব, রঞ্জনা, সৌরভ ১৮ মে পর্যন্ত।

অনুকৃতি ১৮ মে পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • এক্সপ্রেসনস কাল শেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE