Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

সিরামিক্সের মাধ্যমে প্রতিবাদ

সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে সিরামিক্স মাধ্যমের বিশিষ্ট শিল্পী পল্লব দাস একক প্রদর্শনী করলেন। গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক এই শিল্পী তাঁর সিরামিকস ভাস্কর্যের জন্য একটি বিষয়কে বেছে নিয়েছেন এই প্রদর্শনীতে। তিনি কাজ করেছেন মুসলিম নারীদের বোরখা নিয়ে। ‘বোরখা’ কী ভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয় শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে-কোনও মুসলিম নারীর উপর, সেই মৌলবাদ শিল্পীকে বিশেষ ভাবে ভাবিয়েছে।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে সিরামিক্স মাধ্যমের বিশিষ্ট শিল্পী পল্লব দাস একক প্রদর্শনী করলেন। গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক এই শিল্পী তাঁর সিরামিকস ভাস্কর্যের জন্য একটি বিষয়কে বেছে নিয়েছেন এই প্রদর্শনীতে। তিনি কাজ করেছেন মুসলিম নারীদের বোরখা নিয়ে। ‘বোরখা’ কী ভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয় শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে-কোনও মুসলিম নারীর উপর, সেই মৌলবাদ শিল্পীকে বিশেষ ভাবে ভাবিয়েছে। তারই প্রকাশ ঘটেছে তাঁর রচনায়। বোরখার বৃত্তীয় প্রস্থচ্ছেদের শঙ্কু-আকৃতির রূপাবয়বকে শিল্পী নানা ভাবে উপস্থাপিত করেছেন। প্রদর্শনীতে জানালা, জলপাত্র, জলের কল ইত্যাদি অন্যান্য বিষয়েরও কাজ ছিল।

প্রদর্শনী

চলছে

সিমা: রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, যামিনী রায় প্রমুখ ১২ জানুয়ারি পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: ‘নস্ট্যালজিয়া’ ২৩ থেকে কাল শেষ।

কেমোল্ড: বিজয় বিশ্বাস, প্রতাপ মান্না প্রমুখ ৩০ ডিসেম্বর পর্যন্ত।

গ্যালারি৮৮: অমল ঘোষ ৩১ পর্যন্ত।

আইসিসিআর: ‘বেঙ্গল আর্ট ফ্যাক্টরি’-র প্রদর্শনী ৩১পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mrinal ghosh exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE