বন্যার মা সুলতা মণ্ডলের অভিযোগ, ‘‘আমার কপালে পিস্তল ঠেকিয়ে ছেলেটা বলল, ‘আটকালে তোকেও প্রাণে মেরে ফেলব’। চোখের সামনে ওর ছুরির ঘায়ে মেয়েটা শেষ হয়ে গেল!’’ চিৎকার শুনে চলে আসেন অন্য আত্মীয়েরা। কিন্তু আর কেউ বাধা দেওয়ার আগেই দীপু ছুটে পালায় বলে দাবি বন্যার বাবা-মায়ের।
নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর, ২০১৯