আলবানিয়ার মন্ত্রিসভায় নতুন মুখ এক নারী— দিয়েলা। কেউ তাঁকে দেখেনি, দেখবে না। কারণ দিয়েলা মানুষ নন, এআই! মুখে মিষ্টি হাসি, পরনে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক, দিয়েলা নাগরিকদের বুঝিয়ে দেবেন কোন সরকারি সুবিধা কী ভাবে পাওয়া যাবে। সরকারি দরপত্র খতিয়ে দেখবেন। সরকার কোনও ধামাধরা সংস্থাকে অন্যায় সুযোগ করে দিচ্ছে কি না নজর রাখবেন। নাগরিকরা অবশ্য তবুও সংশয়ে: মানুষ-মন্ত্রীদের দুর্নীতি যখন ফাঁস হবে, চাকরি যাবে, এআই-মন্ত্রীর চাকরিও কি থাকবে?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)