Advertisement
E-Paper

ভোট ঘিরে রক্তপাত শুরু, মোদীর নির্দেশে ব্যাকফুটে স্মৃতি, তফসিলি রায় বহাল

সারা দিনের ব্যস্ততায় কি মিস করে গিয়েছেন দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো? দেখে নিন এক ঝলকে। খবর আজকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ১৮:২৮
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই উত্তপ্ত প্রায় গোটা বাংলা। সোমবার যে ছবি দেখা গিয়েছিল, মঙ্গলবার তা আরও বড় আকারে ছড়িয়ে পড়ল রাজ্যের নানা প্রান্তে। জেলায় জেলায় আক্রান্ত হল বিজেপি। কোথাও ম্যাজিস্ট্রেটের সামনেই মার বিজেপি নেতাকে, কোথাও ডিএম অফিস চত্বরে ছুরিকাঘাত।

স্মৃতি ইরানি জোর ধাক্কা খেলেন ভুয়ো খবর সংক্রান্ত নির্দেশিকা নিয়ে। বিজ্ঞপ্তি জারি করে স্মৃতির মন্ত্রক জানিয়েছিল, ভুয়ো খবরের অভিযোগ উঠলেই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হবে। প্রবল সমালোচনা শুরু হওয়ায় বিজ্ঞপ্তি প্রত্যাহার করার নির্দেশ দিল পিএমও।

তফসিলি জাতি-উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনের প্রয়োগের ক্ষেত্রে যে বিধিনিষেধ জারি করেছে সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল কেন্দ্র। আর্জি খতিয়ে দেখা হবে, জানাল সুপ্রিম কোর্ট। কিন্তু বিধিনিষেধে আপাতত কোনও স্থগিতাদেশ নয়।

বিসিসিআই-এর মিডিয়া স্বত্ব অনলাইন নিলামে বিক্রির ব্যবস্থা হল। দেশের মাঠে সব ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সম্প্রচারের অধিকার কোন সংস্থার হাতে যাবে? নিলামের দর আকাশ ছুঁচ্ছে।

দিনভর শিরোনামে থাকা খবরগুলো দেখে নিন কয়েক ঝলকে:

সারা দিনে কী কী ঘটে গেল? জেনে নিন বিশদে:

মনোনয়ন ঘিরে সন্ত্রাস, ভোট হবে শান্তিতেই, বলছেন পার্থ

পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দফায় দফায় মিলল সংঘর্ষের খবর। হুগলির আরামবাগ থেকে শুরু করে মুর্শিদাবাদের লালবাগ— একাধিক জায়গা থেকে মিলল বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার খবর। সবিস্তার জানতে ক্লিক করুন।

সক্রিয় খোদ মোদী, ভুয়ো খবর নিয়ে বাতিল স্মৃতির নির্দেশ

দেশজোড়া সমালোচনার মুখে পিছু হঠল কেন্দ্র। কোনও সাংবাদিকের বিরুদ্ধে ‘ভুয়ো খবর’ পরিবেশনের অভিযোগ উঠলে তাঁর সরকারি অ্যাক্রেডিটেশন কার্ড তৎক্ষণাৎ সাময়িক ভাবে বাতিল করা হবে— সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মোদীর নির্দেশে মঙ্গলবার সে নির্দেশ প্রত্যাহৃত হল। সবিস্তার জানতে ক্লিক করুন।

তফসিলি আইন প্রয়োগে বিধিনিষেধ বহাল রাখল সুপ্রিম কোর্ট

তফসিলি জাতি ও জনজাতি নিপীড়ন প্রতিরোধ আইনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এর ফলে এই আইন নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ই বহাল রইল। সবিস্তার জানতে ক্লিক করুন।

Political Clash West Bengal Panchayat Elections Fake News Smriti Irani Narendra Modi PMO Ministry Of I&B SC-ST Act Supreme Court Evening News Wrap Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy