ধূমপান ছাড়তে পারছেন না? চাকরিতে চাপ, ঘরে অশান্তি? চুষিকাঠিই চাবিকাঠি, বলছেন চিনা নাগরিকদের একটা বড় অংশ। একরত্তিদের শান্ত করতে যে চুষিকাঠির চল, সেটাই এখন আঁকড়ে ধরেছেন চিনা প্রাপ্তবয়স্করা, মাসে বিক্রি দু’হাজারেরও বেশি। দিনে কয়েক ঘণ্টা, বাড়িতে, রাস্তায় বা অফিসে বড়দের কাটছে চুষিকাঠি-মুখে। ডাক্তাররা সতর্ক করছেন ওতে উল্টে শরীর খারাপ হবে, মন-চিকিৎসকরা বলছেন এ হল আসল সমস্যাকে পাশ কাটানো, কে শোনে! এসো হে শৈশব, এসো এসো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)