Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Delhi

দিল্লি ডায়েরি

মুখ্যমন্ত্রীর পুত্র, রাজ্যের মন্ত্রী, আগামী দিনে শিবসেনার ব্যাটন সম্ভবত তাঁরই হাতে উঠবে।

সুযোগ্য: মহারাষ্ট্রের ‘মোস্ট এলিজিব্‌ল ব্যাচেলর’ আদিত্য ঠাকরে কৌতূহলের কেন্দ্রে

সুযোগ্য: মহারাষ্ট্রের ‘মোস্ট এলিজিব্‌ল ব্যাচেলর’ আদিত্য ঠাকরে কৌতূহলের কেন্দ্রে

প্রেমাংশু চৌধুরী ও অগ্নি রায়
শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০০:০৯
Share: Save:

‘‘মি সিঙ্গল আহে। আদিত্য সিঙ্গল আহে কা?’’ বাবার কাছে ছেলের সম্পর্কে তরুণীর প্রশ্ন, ‘‘আমি অবিবাহিত। আদিত্য ফাঁকা আছে কি?’’ লকডাউনের দুনিয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গলায় মাস্ক ঝুলিয়ে সাংবাদিক সম্মেলন করছেন ফেসবুক লাইভে। মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি নিয়ে তাঁর গলায় প্রবল উদ্বেগ। কিন্তু তার মধ্যেই ফেসবুক লাইভে এক তরুণী তাঁর ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে প্রশ্নটা ছুড়লেন। মুখ্যমন্ত্রীর দফতরের অফিসাররা হাসি চাপবেন কী করে, বুঝতে পারছেন না। বাল ঠাকরের ২৯ বছরের নাতি মহারাষ্ট্রের ‘মোস্ট এলিজিব্ল ব্যাচেলর’। মুখ্যমন্ত্রীর পুত্র, রাজ্যের মন্ত্রী, আগামী দিনে শিবসেনার ব্যাটন সম্ভবত তাঁরই হাতে উঠবে। কবিতা, গান লেখেন। মাই থটস ইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নামে একটি কবিতার বইও প্রকাশিত। গত বছর পাপারাৎজ়িরা অভিনেত্রী দিশা পাটনির সঙ্গে তাঁর ছবি তুলে আনলেও, আদিত্যর পাকাপাকি বান্ধবীর কোনও খবর কারও জানা নেই। কিন্তু অনেকেই যে তাঁর বান্ধবী হতে চান, এ বার সেটাই খোলসা হল।

ফোন উদাসীনতা

তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাসের একাধিক ফোন। কিন্তু তিনি ফোন ধরেন, এমন অভিযোগ দলের সতীর্থ সাংসদরাই করার সুযোগ পান না! একই কথা প্রযোজ্য তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী সম্পর্কেও। এত দিন এ ভাবেই চলছিল। গোল বাধল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু এঁদের বার বার ফোন না করে পাওয়ার পর। পাননি শান্তা ছেত্রীকেও। করোনা পরিস্থিতিতে সবাই কেমন আছেন, এই সৌজন্য-প্র্শ্ন নিয়ে রাজ্যসভার ২৪৫ জন সাংসদকেই ঘুরিয়েফিরিয়ে ফোন করেছেন বেঙ্কাইয়া। কিন্তু তোলেননি তৃণমূলের এই গুটিকয় সাংসদ। উদ্বিগ্ন চেয়ারম্যান বাধ্য হয়ে শেষে তাঁদের খোঁজ নেন রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ সুখেন্দুশেখর রায়ের কাছে। খোঁজখবর নিয়ে উপরাষ্ট্রপতিকে আশ্বস্ত করেছেন সুখেন্দুবাবু। জানা গিয়েছে, শান্তার দাদা মারা গিয়েছেন। খবরে এও প্রকাশ, সুখেন্দুশেখরবাবু নাকি মৃদু তিরস্কারও করেছেন ওই দুই সাংসদকে, তাঁদের ফোন-উদাসীনতার জন্য!

জেটলির ইচ্ছা

প্রয়াত অরুণ জেটলি যখন জীবনের শেষবেলায় এইমসে ভর্তি, তখন প্রায়ই পরিবারের কাছে ডাক্তারদের ব্যবহার, কাজকর্মের খুব প্রশংসা করতেন। ডাক্তারদের কাছেই মাঝে মাঝে রোগীর পরিবারের লোকদের হাতে মারধর, হেনস্থার খবর শুনেও খুব রাগ হত তাঁর। স্ত্রী, পুত্র-কন্যাকে প্রায়ই বলতেন, কাজে ফিরলেই ডাক্তারদের মারধর রুখতে কড়া শাস্তির ব্যবস্থা করে আইন করবেন। তাঁর অবশ্য আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়নি। এ বার কোভিড-১৯’এর অতিমারির সময় ডাক্তারদের মারধর রুখতে মোদী সরকার অধ্যাদেশ জারি করেছে। জেটলি কন্যা সোনালি জেটলি বকশি তাই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ওই অধ্যাদেশের মাধ্যমে তাঁর বাবার শেষ ইচ্ছাকেও সম্মান জানানো হল।

বিজয়ের পরাজয়

বিজয় মাল্যকে নিয়ে আবার ভারতীয় রাজনীতিতে তোলপাড় শুরু। সবাই জানে, তিনি দেশ ছেড়ে পলাতক। এখন ব্রিটেনে রয়েছেন। কিন্তু তাঁর ঋণ মোদী সরকারের জমানায় মকুব করা হয়েছে কি না, তা নিয়ে রাহুল গাঁধীর সঙ্গে বিজেপির নেতা-মন্ত্রীদের জোর লড়াই চলছে। ও দিকে বিজয় মাল্য লন্ডনে বসে বসে টুইট করে শুধু বলছেন, তিনি নাকি তাঁর সব ঋণ শোধ করে দিতে তৈরি। আর দিল্লির সরকার তাঁর এমন চমৎকার কথা নাকি কানেই তুলছেন না। মাল্যর এ সব টুইট-কথাও বোধহয় করোনা-কালে কেউ কানে তুলছেন না।

রামলালার ছবি

হাজার হাজার লোকে তাঁকে টুইটারে কেবল একটাই প্রশ্ন করছেন— দাদা, এই লকডাউনের বাজারে কোথায় কিংফিশার স্ট্রং বিয়ার মিলবে বলতে পারেন!লকডাউনের বাজারে সব বৈঠকই চলছে ভিডিয়ো কনফারেন্সে। তা সে মন্ত্রিসভার বৈঠক হোক বা কর্পোরেট দুনিয়ায়। ভগবান শ্রীরামচন্দ্রই বা বাকি থাকেন কেন! অযোধ্যায় রামলালা বিরাজমানের মূর্তি বিতর্কিত জমিতে এত দিন তাঁবুর আস্তানা থেকে অস্থায়ী মন্দিরে সরিয়ে আনা হলেও, অযোধ্যায় রামমন্দির তৈরির কাজে বাধা পড়েছে। তবে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট তাদের টুইটার অ্যাকাউন্টে প্রতি দিন নতুন পোশাকে রামলালা ও তাঁর তিন ভাইয়ের মূর্তির ছবি দিয়ে ভক্তদের দর্শনের ব্যবস্থা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Aaditya Thackeray Shiv Sena
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE