পেনসিলভেনিয়া, কানেটিকাটের পর ক্যালিফোর্নিয়াতেও দেওয়ালির দিন সরকারি ছুটি ঘোষিত হল। প্রদেশের সাংস্কৃতিক বহুত্বের স্বীকৃতি, বলছেন ডেমোক্র্যাটরা। এর আগে ওবামার আমলে দেওয়ালিতে হোয়াইট হাউস সেজে উঠেছিল আলোয়। তবে, ভারতীয়দের উৎসব কি শুধু দেওয়ালি? দুর্গাপুজো, ওনাম, পোঙ্গল, ছটের দাবিই বা উঠবে না কেন? সম্ভবত বলিউডের মাহাত্ম্য, ভারত বলতে সবাই উত্তর ভারতই বোঝে। পড়ে পাওয়া ছুটি অবশ্য সর্বদাই ভাল। শুধু দেওয়ালিতে শব্দবাজি না ফাটালেই হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)