সমাজমাধ্যমে কেউ বাজে কথা বললে ‘ব্লক’ করে দেওয়া যায়। তবে দিনকাল এমনই যে অপ্রিয় সত্য বললেও বিপদ: মানুষের তো বটেই, না-মানুষেরও। ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রক’ মাস্কেরই তৈরি সমাজমাধ্যমে কিছু সময় ‘নিষিদ্ধ’ হয়ে ছিল, কারণ সে বলেছে, গাজ়ায় যুদ্ধের জন্য দায়ী ইজ়রায়েল আর আমেরিকা। এর আগেও সে হইচই ফেলেছিল, আমেরিকার প্রেসিডেন্টকে ‘সবচেয়ে দাগি অপরাধী’ বলে। কে বলে এই বুদ্ধি কৃত্রিম, তোমার মন নাই, এআই?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)