“পালাবে কোথায়? বাইরে কুমির ও অজগর ছাড়া আর কিছুই তো নেই!” ফ্লরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উটমাইয়ার সেখানকার এক বাতিল এয়ারস্ট্রিপকে ট্রাম্পের অবৈধ অভিবাসী আটক কেন্দ্রে পরিণত করতে চান। কেন জায়গাটা ভাল, তার যুক্তি হিসাবেই কুমিরের কথা বলেছেন তিনি। আগেকার দিনে কেল্লার চার পাশে পরিখা কেটে সেখানে কুমির ছেড়ে রাখার চল ছিল। অ্যাটর্নি জেনারেল সম্ভবত ভেবেছেন, সভ্যতার সব শর্ত বিসর্জন দিয়ে মধ্যযুগে যখন ফিরছিই, তখন এটাও বা বাকি থাকে কেন?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)