স্বপ্নের নাম ‘ফিউচার লাইব্রেরি প্রোজেক্ট’। বিশ্বখ্যাত লেখকেরা সেখানে জমা দেবেন পাণ্ডুলিপি, ২১১৪-র আগে তা খুলে দেখা বা পড়া হবে না। ২০১৪-য় নরওয়ের একটি জায়গায় রোপণ করা হয়েছে এক হাজার স্প্রুস গাছের চারা, শতবর্ষ পরে তারা পরিণত হবে অরণ্যে, তার পাতা থেকে তৈরি কাগজেই প্রকাশের আলো দেখবে সেই পাণ্ডুলিপিরা। একশো বছর পর পৃথিবী, অরণ্য, মানুষ, ছাপা বই এবং সর্বোপরি বই পড়ার অভ্যাস টিকে থাকবে— ধন্য আশা কুহকিনী!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)