মহাশূন্যেও নাকি ঠাসাঠাসি ভিড়। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে হাজার পনেরো কৃত্রিম উপগ্রহ, তার অনেকগুলোই সুবিপুল ও ‘ক্লাস্টার’-বদ্ধ। আশঙ্কা, বড়সড় কোনও সৌরঝড়ে যদি উপগ্রহগুলির সঙ্গে বিজ্ঞানীদের সংযোগ ছিন্ন হয় এক দিনের জন্যও, তা হলে সেগুলো নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে মহা-কেলেঙ্কারি ঘটাতে পারে। এই হল মানুষের উদ্ভাবনী প্রতিভা, হ্যাঁ। বড়বাজারের রাস্তায় যে যানজট বাঁধত, তাকে সটান তুলে নিয়ে গেছে মহাবিশ্বে মহাকাশে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)