এর আগে অনলাইনে দেখা গেছে ‘কাউডাং কেক’ নামে ঘুঁটে বিক্রি। এ বার দেখা গেল বাঙালি তথা ভারতীয় ‘ঝোলা’ বিদেশের বাজারে জাতে উঠেছে, আমেরিকার শৌখিন বিপণির ওয়েবসাইটে তার নাম ‘ইন্ডিয়ান স্যুভেনির ব্যাগ’, দাম ভারতীয় মুদ্রায় চার হাজারেরও বেশি! ছবিতে যা দেখা যাচ্ছে তাকে অবশ্য বাজারের থলে বলাই সমীচীন। এখন থেকে আর ‘রইল ঝোলা, চলল ভোলা’ বলে অবজ্ঞা করা যাবে না। অত দামি জিনিস ভুলে কেউ কি আর হাঁটা দেয়!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)