আমি ও আমার স্ত্রী বর্তমানে ইজরায়েলের ওয়াইসম্যান ইনস্টিটিউট অফ সাইন্সে বিজ্ঞান গবেষক হিসেবে কর্মরত। আমাদের ইনস্টিটিউট ইজরায়েলের রেখোভট শহরে অবস্থিত। এই শহর জেরুসালেম থেকে ৫০ কিলোমিটার দূরত্বে আর তেল আভিভ শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আমাদের ইনস্টিটিউট স্থাপিত হয় ১৯৩৪ সালে যা স্বাধীন স্টেট অব ইজরায়েল গঠনের প্রায় ১৪ বছর আগে (১৯৪৮ সাল)। ইজরায়েলের বিজ্ঞান আর কারিগরি বিদ্যার উন্নতিতে এই ইনস্টিটিউটের অবদান অপরিসীম।
আজ পর্যন্ত ৬ জন নোবেলজয়ী বিজ্ঞানীর নাম এই ইনস্টিটিউটের সাথে জড়িয়ে আছে। এখানে উন্নত মানের গবেষণা পরিকাঠামো থাকার জন্য প্রতি বছর প্রচুর বিদেশী ছাত্রছাত্রী ও গবেষক কাজ করতে আসেন। আমি কাজ করি বায়োমলিকিউলার সায়েন্স ডিভিশনে সজীব কোষের ভেতর প্রোটিন অণুর চরিত্র বিশ্লেষণ নিরূপণে। আর আমার স্ত্রী কাজ করেন স্ট্রাকচারাল বায়োলজি ডিভিশনে বিবর্তন নিয়ে। ঘটনাচক্রে আবার, এখানে আমার স্ত্রীর রিসার্চ সুপারভাইজার বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী আদা ইয়োনাথ, যিনি ২০০৯ সালে রসায়নে নোবেল পুরস্কার পান।
আমি, আমার স্ত্রী আর আমাদের একমাত্র ছেলে তূর্যকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিনগুলো ভালই কাটছিল। চিনে করোনা ভাইরাস সংক্রমণের খবর আগেই পেয়েছিলাম কিন্তু ল্যাবেও দেখছিলাম সহকর্মীরা এটাকে আর পাঁচটা সাধারণ জ্বরের সাথে তুলনা করে ব্যাপারটাকে হাল্কা করে দেখছেন। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে চেক প্রজাতন্ত্র থেকে একটা গবেষণা সংক্রান্ত মিটিং শেষ করে ইজরায়েল ফেরার পথে প্রাগ এয়ারপোর্টে হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করলাম।