চন্দননগরের এঁরাই শিমলায় ঘুরতে গিয়ে আটকে পড়েছেন। ছবি- লেখক।
কিন্তু ট্রেনের টিকিট বাতিল হয়ে যাওয়ায় ওঁরা আটকে পড়েছেন। ওঁদের হাতে আর টাকাপয়সা নেই। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ওঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। দয়া করে, ওঁদের বিপদ থেকে উদ্ধার করুন। তা হলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
সাগর দাস, চন্দননগর, হুগলি, মোবাইল- ৮৯৮১৯৮৫৮৩৪ এবং৮১০০৭১৬৫১৩
চিঠি-৭: বোনের চিকিৎসা করাতে মুম্বইয়ে আটকে পড়েছি, টাকা শেষ
মুম্বইয়ে আমার বোনের ক্যানসার চিকিৎসা করাতে এসে আমরা বাড়ি ফিরতে পারছি না। এ দিকে থাকা-খাওয়া বাবদ অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। অনুগ্রহ করে আমাদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা না করলে হয়তো না খেতে পেয়েই মারা যাব।
অনন্ত ঘোষ, ইমেল- rajdippan@gmail.com
চিঠি-৮: স্বামী আসানসোলে একা, আমাকে বাড়ি ফেরান
আসানসোলে থাকি। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম মালদহে। এক আত্মীয়ের বাড়িতে। আটকে পড়েছি। আসানসোলে আমার স্বামী একলা রয়েছেন। বাড়িতে খুব সমস্যা হচ্ছে। আমি বাড়ি ফিরতে চাই। প্রশাসন যদি আমাকে বাড়ি ফিরতে সাহায্য করেন, কৃতজ্ঞ থাকব।
মৌমিতা মাজি, ইমেল- moumitamandalmaji92@gmail.com
চিঠি-৯: মুম্বইয়ে আটকে আছি মেদিনীপুরের ১৮ জন, ফেরান আমাদের
আমরা ১৮ জন পশ্চিম মেদিনীপুর জেলার ব্রামহন খলিশা, দাঁতন -২, হরিপুর ৭ নম্বর এলাকায় বসবাস করি। আমরা মুম্বইয়ে এ আটকে রয়েছি। ভরসায় ছিলাম, লকডাউন উঠে গেলে বাড়ি ফিরে যাব। কিন্ত তা হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাই আমাদের সাহায্য করার। দয়া করে আমাদের বাড়ি যাওয়ার কিছু ব্যবস্থা করূন।
যোগাযোগের মোবাইল নম্বর- ৯০৮২৬৩৭৫৯৭, ইমেল- ariyan07p@gmail.com
চিঠি-১০: কার্ড থাকলেও রেশন পাচ্ছি না!
আমাদের রেশন কার্ড আছে, কিন্তু আমরা রেশন পাচ্ছি না। রেশনের নতুন কুপনও দিচ্ছে না। আমি এক জন যন্ত্রশিল্পী। আমাদের রোজগার বন্ধ। আমরা ডিজিটাল কার্ডের জন্য আবেদনও করেছিলাম। কিন্তু আমাদের কাছে ডিজিটাল কার্ড আসেনি। দয়া করে এই খবরটি ছাপুন। আমার মতো হয়তো অনেকেই এই অসুবিধায় পড়েছেন। এই রকম পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
অনির্বাণ ভট্টাচার্য, ইমেল- anirbanbhattacharyya37@gmail.com
চিঠি-১১: কার্ড থাকলেও রেশন পাচ্ছি না!
আমরা হায়দরাবাদে ২০ জন আটকে আছি। সমস্ত পরিবহন বন্ধ হয়ে যাওয়ার জন্য এ আমরা বাড়ি ফিরতে পারছি না। আমাদের আর্থিক অবস্থাও খুব খারাপ। তাই দয়া করে আমাদের বাড়ি ফেরাক ব্যবস্থা করুন।
রূপক মুখোপাধ্যায়, ইমেল- mukherjeerupak53@gmail.com
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)