বিশাল উপহারের ঝুড়ি। তার থেকে বার হল রঙিন কাগজে মোড়া আরও একটি বাক্স। সেই কাগজ খুলতেই তার থেকে বেরিয়ে পড়ল ছোট্ট কুকুরছানা। রাহুল গান্ধীর উপহার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাতনির জন্মদিনে। এমন মিষ্টি উপহার দেখে মল্লিকার্জুনের পরিবারের সঙ্গে গোটা নেট দুনিয়াও উত্তাল। সুপ্রিম কোর্ট দিল্লির রাস্তার কুকুরদের সরানোর নির্দেশ দেওয়ার পরে রাহুল গান্ধীও তার সমালোচনা করেছিলেন। রাহুলের কুকুর-প্রেম নতুন নয়। তাঁর পোষ্য পিডি-কে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার খুব রাগ। কারণ, কংগ্রেসে থাকাকালীন হিমন্ত অসম কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাহুলের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। কিন্তু রাহুল নাকি তখন হিমন্তর কথা শোনার থেকেও পিডি-কে বিস্কুট খাওয়াতে বেশি ব্যস্ত ছিলেন। সেই রাগেই নাকি হিমন্ত কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান। রাহুলের সারমেয়-প্রীতি অবশ্য তাতে বিন্দুমাত্র টোল খায়নি। কিছু দিন আগে তিনি গোয়া থেকে মায়ের জন্য জ্যাক রাসেল টেরিয়ার ছানা নুরি-কে নিয়ে এসেছিলেন। তবে এ বার কংগ্রেস সভাপতির নাতনির জন্য উপহারটি অবশ্য একেবারেই দিশি প্রজাতির।
জীবপ্রেমী: মল্লিকার্জুন খড়্গের নাতনিকে পোষ্য উপহার রাহুলের।
জেঠা-ভাইপো
পিসি-ভাইপোর জবাবে কি এ বার জেঠা-ভাইপো! বিজেপি পশ্চিমবঙ্গে পিসি ভাইপোর বিরুদ্ধে সরব। কংগ্রেস দিল্লিতে জেঠা ভাইপো নিয়ে আক্রমণে নামল। নরেন্দ্র মোদী হলেন ‘তাউজি’, মানে জেঠামশাই। আর তাঁর পিছনে নাকি ভাইপোদের ফৌজ। ভ্রাতুষ্পুত্রদের সে তালিকায় প্রথম হলেন অমিত শাহের ছেলে জয় শাহ। তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। রয়েছেন অজিত ডোভালের দুই ছেলে বিবেক ও শৌর্য। কংগ্রেসের অভিযোগ, কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত দেশে নানা কোম্পানি খুলে ব্যবসা চালাচ্ছেন তাঁরা। নিতিন গডকড়ীর দুই পুত্র নিখিল ও সারঙ্গের ইথানলের ব্যবসা আছে। কংগ্রেসের অভিযোগ, পেট্রলে ইথানল মেশানোর নীতিতে বিপুল লাভ হবে তাঁদের। তালিকায় নতুন নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহানার্যমান। যিনি সবচেয়ে কম বয়সে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়ে রেকর্ড করেছেন।
ভোটকর্তা রিজিজু
দেখে মনে হচ্ছিল মেয়ের বিয়ে। উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন সকাল থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন তিনি। যাঁরা আসছেন তাঁদেরই কার্যত হাতজোড় করে নমস্কার জানাচ্ছেন, কথা বলছেন, ভোটের কক্ষের দিকে এগিয়ে দিচ্ছিলেন বিজেপি নেতা কিরেণ রিজিজু। সংসদীয় মন্ত্রীও তিনি। ফলে সংসদে অনুষ্ঠিত ভোটের যাবতীয় দায় তাঁর ঘাড়ে। এক সময়ে এক সঙ্গে ভোট দিতে এলেন অখিলেশ যাদব, জগদম্বিকা পাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রিজিজুর সঙ্গে হাত মিলিয়ে সামান্য কথাবার্তা বলে ভোট দিতে এগিয়ে যান অখিলেশরা। তার পরে এলেন অখিলেশ-পত্নী তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তাঁর সঙ্গেও বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় রিজিজুকে। এমনি সময়ে এঁদের মধ্যে কিন্তু বেশ আকচাআকচি চলে, অভিযোগের আঙুলও তোলেন পরস্পরের দিকে, কিন্তু ভোটের দিনে সব তিক্ততা উধাও!
নেতার পুতুল
অফিসের ডেস্কের উপরে কম্পিউটারের সামনে নিজেরই পুতুল মূর্তির ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কাজে লাগিয়ে এমন পুতুল তৈরির ট্রেন্ড নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম উত্তাল। রাজনীতি বাইরে থাকে কী করে! শোনা যাচ্ছে, বিজেপির আইটি সেল রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবের পুতুল মূর্তি তৈরি করে ফেলেছে। নেট দুনিয়ায় নিজেরাই সেই ছবি ছড়িয়ে বলছে, খেলনা নেতাদের থেকে সাবধান! খেলনার বাক্সে দেখে যতই চকচকে লাগুক, শুধুই দুর্নীতি, বিশৃঙ্খলা আর ফাঁকা প্রতিশ্রুতি দিতে পারেন। জবাবে নরেন্দ্র মোদীকে ‘ভোট চোর’ হিসাবে সাজিয়ে পুতুল রূপ পোস্ট করেছে কংগ্রেস।
পুতুল: এআই নির্মিত মূর্তি।
করের গান
রাজনীতিকের পাশাপাশি তিনি চিকিৎসক, তা অনেকেরই জানা। কিন্তু ভাল গানও যে গাইতে পারেন তা আর কে জানত! জিএসটি-তে কর কমানো নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে হঠাৎই দলীয় মঞ্চ থেকে গান ধরলেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। গদর সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে কথা আর সুর মিলিয়ে গাইলেন, “ম্যায় নিকলা ট্রাক্টর লেকে... এক মোড় আয়া, সারে ট্যাক্স ছোড় আয়া।” মূল গানের ‘গড্ডি’র বদলে ‘ট্রাক্টর’ কেন— সেই রহস্য খোলসা করে পাত্র বললেন, “ট্রাক্টরের যন্ত্রাংশে এখন ১৮ শতাংশের পরিবর্তে কেবল ৫ শতাংশ কর লাগবে। পঞ্জাবে তো কৃষকদের বল্লে বল্লে।” সাংবাদিক সম্মেলনের শেষে নিজের গানের প্রশংসা শুনে বললেন, “তা হলে বিকল্প পেশা হিসাবে গায়ক হওয়ার কথা ভাবাই যায়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)