জুতোর নাম অবিমৃশ্যকারিতা, ছাতার নাম প্রত্যুৎপন্নমতিত্ব, গাড়ুর নাম পরমকল্যাণবরেষু। এ-হেন হ য ব র ল যে বিজ্ঞানেও লুকিয়ে, কে জানত! গুবরেপোকার এক প্রজাতির বিজ্ঞানসম্মত নামে নাকি হিটলার, প্রজাপতির নামে মুসোলিনি বিরাজমান; গাছ ফুল পাখির নামেও লেপ্টে বহু অপ্রিয় মানুষের অনুষঙ্গ। কে বলে বিজ্ঞানীরা রসকষহীন? ঠাট্টা আর অন্তর্ঘাত যে ওঁদের করায়ত্ত, প্রমাণ চোখের সামনে। কোন দিন দেখা যাবে গিরগিটি, মশা বা মাকালফলের নামে কোন নেতার নাম জুড়ে গিয়েছে, সাধু সাবধান!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)