E-Paper

যৎকিঞ্চিৎ

মহানগর আড়ে-বহরে বেড়েছে, কিন্তু তার আত্মাটি পাল্টায়নি। এখন প্রাচীন জায়গাগুলো তো ডোবেই, সঙ্গে ডুবে যায় মধ্যযুগের কৈখালি বা কাঁকুড়গাছি; আধুনিক কালের নিউ টাউন।

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৫:৫৮

বৃষ্টি হলে ঠনঠনিয়া বা আমহার্স্ট স্ট্রিট ডুবে যাবে, এ তো জোব চার্নকের আমল থেকেই জানা। মহানগর আড়ে-বহরে বেড়েছে, কিন্তু তার আত্মাটি পাল্টায়নি। এখন প্রাচীন জায়গাগুলো তো ডোবেই, সঙ্গে ডুবে যায় মধ্যযুগের কৈখালি বা কাঁকুড়গাছি; আধুনিক কালের নিউ টাউন। হাঁটুজলে হতে হবে সবার সমান। পূর্ব-পশ্চিম, পুরনো-নতুন, ধনী-মধ্যবিত্ত, কোনও প্রভেদই মানে না— সিন্ডিকেটের গাজোয়ারি আর বর্ষার ঘোলা জল। পদার্থবিজ্ঞানে এর নাম সমোচ্চশীলতা ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Drainage Trouble drainage system Heavy Rain

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy