এত দিন যা ছিল শুধু সেনাবাহিনীর, অতঃপর তা টুরিস্টকুলের নাগালে এল। ১৯৬২, ১৯৭১, এমনকি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের বিভিন্ন এলাকা, গলওয়ান থেকে ডোকলাম, এমনকি সিয়াচেনের বেস ক্যাম্পও পর্যটনের আওতায়। সুসজ্জিত নাগরিক সেখানে সপরিবার দেশপ্রেমের ওম পোহাতে যাবেন। কবি যখন লিখেছিলেন ‘ধাও ধাও সমর ক্ষেত্রে’, এই সম্ভাবনা তাঁর কল্পনাতীত ছিল। দেশপ্রেমকেও কী ভাবে বিনোদনী মোড়কে বিপণন করা যায়, তা বোঝার মতো রাজনৈতিক ও বিজ্ঞাপনী প্রতিভা সুলভ নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)